ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রকৌশলী ইশরাক হোসেনের শপথের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পুরোটাই নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ারাধীন বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।
রোববার (১ জুন) ইশরাক হোসেনের রায়ের কপি ইসিতে পৌঁছানো হয়েছে। সেখানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের পক্ষ থেকে বলা হয়, ইশরাকের শপথ ইস্যুটি পুরোটাই ছিল নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন।
এদিকে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আবারও অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। মূল ফটকসহ গুরুত্বপূর্ণ নাগরিকসেবা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে নাগরিকসেবা। এ নিয়ে গত ১৪ মে থেকে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেনের সমর্থকরা।
আরটিভি/কেএইচ