ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ব্যারিস্টার সায়েমের আইনি প্রতিষ্ঠান ‘ল’ টেম্পলের আনুষ্ঠানিক উদ্বোধন 

আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৮:৩১ পিএম


loading/img
ছবি: আরটিভি

দেশের আইনি সেবা খাতে পেশাদারিত্ব, মানবিকতা ও ন্যায়ের প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘ল’ টেম্পল’। সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকারকর্মী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম এ চেম্বারটির প্রতিষ্ঠাতা ও হেড অব চেম্বারস।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) বিকাল ৩টায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বিজয়নগরে জেবুন ইনডেক্স ট্রেড সেন্টারের ১১ তলায় অবস্থিত ‘ল’ টেম্পলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বর্তমান সময়ে আইন পেশার সম্মান ও জনগণের আস্থা রক্ষার জন্য চাই মেধা, সততা ও মানবিক দায়বদ্ধতা— যা ব্যারিস্টার সায়েমের মধ্যে বিদ্যমান। আমি তাকে শুধু একজন আইনজীবী নই, বরং একজন ন্যায়ের সৈনিক হিসেবে দেখি। যিনি দরিদ্র, প্রান্তিক ও বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

747777

তিনি আরও বলেন, তার নেতৃত্বে ‘ল’ টেম্পল দেশের আইন অঙ্গনে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে— আমি এতে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটি শুধু পেশাগত সেবার একটি ঠিকানা নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার এক সাহসী প্রয়াস।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ব্যক্তিক স্বার্থ নয়, বরং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে যারা কাজ করেন, তারাই সমাজে পরিবর্তন আনতে পারেন। ব্যারিস্টার সায়েমের এই উদ্যোগ তেমনই একটি অনন্য দৃষ্টান্ত। ‘ল’ টেম্পল শুধুমাত্র একটি আইনি চেম্বার নয়, এটি ন্যায়ের বাতিঘর হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই চেম্বারের কাজের পরিধি শুধু মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না— এটি মানবাধিকার, নাগরিক অধিকার ও আইনের শাসন রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করবে।

চেম্বারের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার আবু সায়েম বলেন, আমাদের দেশে এখনও অনেকেই ন্যায়বিচারকে ‘সুবিধা’ মনে করেন। কিন্তু এটি একটি মৌলিক অধিকার। সেই অধিকারকে বাস্তব রূপ দিতেই ‘ল’ টেম্পলের যাত্রা শুরু করেছি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল মামলা জেতা নয়, বরং সমাজে আইনের প্রতি আস্থা ফেরানো। ‘ল’ টেম্পল হবে জনমানুষের কণ্ঠস্বর ও প্রান্তিক মানুষের আইনি নিরাপত্তার আশ্রয়স্থল।

তিনি আরও বলেন, চেম্বারটি দেওয়ানি, ফৌজদারি, কর্পোরেটসহ আইনসংশ্লিষ্ট বিভিন্ন শাখায় পেশাদার ও মানসম্পন্ন সেবা প্রদান করবে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন, নাগরিক অধিকার হরণ এবং বিচার-বহির্ভূত নিপীড়নের বিরুদ্ধে ‘ল’ টেম্পল সক্রিয় অবস্থান নেবে।

উদ্বোধনী পর্ব শেষে বিশেষ মোনাজাত করা হয়।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |