ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষ থেকে সরে দাঁড়ালেন আইনজীবী!

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৩:০৯ পিএম


loading/img
ফাইল ছবি

আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়ছেন না রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি (টিটু)। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির সময় আমিনুল গনি দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন জানান। ট্রাইব্যুনালও তার আবেদনে সম্মতি দিয়েছেন।

এই মামলায় এখন তার জায়গায় মো. আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার শুনানির শুরুতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর উপস্থিতি জানতে চান ট্রাইব্যুনাল। তখন আমিনুল গনি ডায়াসে উঠে দাঁড়ান। ট্রাইব্যুনাল জানতে চান, ‘আপনি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে থাকতে চান কি না, তা পুনর্বিবেচনা করুন।’

জবাবে আমিনুল গনি বলেন, তিনি মামলার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। প্রসিকিউটরের পর যুক্তি উপস্থাপন করতে চাই। এ সময় ট্রাইব্যুনাল তাকে বলেন, ‘এই ক্লায়েন্টের (শেখ হাসিনা) ওপর আপনার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হচ্ছে। এখন আপনি তাকে ডিফেন্ড (শেখ হাসিনার পক্ষ নিয়ে ট্রাইব্যুনালে যুক্তি তুলে ধরা) করতে চাচ্ছেন, এটা মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।’

জবাবে নিজের যুক্তি তুলে ধরে আমিনুল গনি বলেন, ‘আইনজীবী হিসেবে আমি যে সৎ, তা আমি প্রমাণ করতে চাই।’

বিজ্ঞাপন

এ পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের পর শেখ হাসিনার মামলায় আমিনুল গনির রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে থাকার বিষয়টি এথিক্যাল (নৈতিকতার) ও ন্যায়বিচারের প্রশ্ন বলে উল্লেখ করেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

এরপর আমিনুল গনি জবাব দেন, নৈতিকভাবে তিনি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে থাকতে পারেন না। কিন্তু তাকে এখানে সম্পৃক্ত করা হলো কেন, এ প্রশ্ন তোলেন তিনি।

ট্রাইব্যুনাল জবাব দেন, বিষয়টি তারা জানতেন না। এ সময় ট্রাইব্যুনাল আমিনুল গনিকে প্রশ্ন করেন, ‘আপনি কি শেখ হাসিনাকে নিয়ে পোস্ট দিয়েছিলেন?’

জবাবে আমিনুল গনি তা স্বীকার করেন। তবে বলেন, ‘আমি আইনজীবী হিসেবে সৎ, এটা প্রমাণ করার সুযোগ দেওয়া হোক।’

এরপর আমিনুল গনি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেন এবং ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেন।

পরে আইনজীবী মো. আমির হোসেনকে এ মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানায় প্রসিকিউশন।

সম্প্রতি আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে ‘স্টেট ডিফেন্স কাউন্সেল’ (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনিকে নিয়োগ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। অভিযোগ ওঠে, আমিনুল গনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে শেখ হাসিনার ফাঁসি চেয়েছিলেন।

গতকাল মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের ক্ষেত্রে মানদণ্ড থাকতে হবে, যাতে তিনি যথাযথ ও স্বাধীনভাবে ট্রাইব্যুনালের সামনে আসামির প্রতিনিধিত্ব করেন।

এর একদিন পরই আজ শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন আইনজীবী আমিনুল গনি।

আরটিভি/এসএইচএম/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |