ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

মুদ্রা পাচার মামলা

ডেসটিনির দু’কর্মকর্তার জামিন স্থগিত

রোববার, ৩১ জুলাই ২০১৬ , ১১:১৭ এএম


loading/img

মুদ্রা পাচারের দু’টি মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন আবারো আটকে গেলো। আগামী ১১ অগাস্ট পর্যন্ত তাদের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

হাই কোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কশিমনের (দুদক) করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, জামিন ১১ অগাস্ট পর্যন্ত স্থগিত করে ওই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন আপিল বিভাগ। ওই দিন বিষয়টি আবারো আদালতের তালিকায় আসবে।

বিজ্ঞাপন

আসামী পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এরআগে গত ২০ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মামলা দু’টিতে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখার শর্তে জামিন মঞ্জুর করেছিলেন।

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ এনে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে রাজধানীর কালাবাগান থানায়  মামলা দু’টি দায়ের করে দুদক।

বিজ্ঞাপন

২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন। আদালত তা না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |