ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পরিনীতির কারণে লজ্জায় অজয়

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ , ০৬:২১ পিএম


loading/img

বলিউডের সেনসেশনাল নায়িকা পরিনীতি চোপড়া এখন 'পেয়ারি বিন্দুর' প্রোমশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 'গোলমাল এগেইন' নামেও একটি ছবির কাজ আছে এ অভিনেত্রীর হাতে।

বিজ্ঞাপন

আর এই ছবি নিয়েও খুব এক্সাইটেড পরিনীতি। এক্সাইটেড হয়ে এমন এক কাণ্ড ঘটিয়েছেন যে তাতে লজ্জিত স্বয়ং অজয় দেবগন!

পরীনিতি 'গোলমাল এগেইন'র সেট থেকে একটি 'বিহাইন্ড দ্য সিন' ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে অজয়ের সঙ্গে মজা করছেন এবং অজয় লজ্জা পেয়ে ক্যামেরার সামনে থেকে সরে যাচ্ছেন।

বিজ্ঞাপন

পরিনীতি ভিডিওটিতে বলেন, 'অজয় চান না আমরা তার ছবি দেখি। তাই ক্যামেরার সামনে থেকে লজ্জা পেয়ে সরে যাচ্ছেন।

জানা গেছে, এই ছবি বলতে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত অজয়ের 'ইয়ে রাসতে হ্যায় এয়ার কি' ছবির কথা বলেছেন পরিনীতি।

এতে অজয়ের অভিনয় প্রশংসা পেলেও বক্স অফিসে চলেনি। এ নিয়ে অজয়ের পিছনে লাগেন পরিনীতি।

বিজ্ঞাপন

তাইতো লজ্জা পেয়ে হাসতে হাসতে ক্যামেরার সামনে থেকে সরে যান অজয়।

 

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |