ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ২৪ মে ২০১৭ , ০৬:২৯ পিএম


loading/img

ময়মনসিংহের ত্রিশালে আয়নাক্ষেত গ্রামে ডাকাতির প্রস্ততি নেয়ার সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের সর্দার আশরাফুল ইসলাম নিহত হয়েছেন। এসময় দেশীয় অস্ত্রসহ আরো পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এঘটনায় পুলিশের এক উপপরিদর্শক ও এক কনস্টেবলও আহত হন। নিহত ডাকাত সর্দার আশরাফুলের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ  ১৫টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জামালপুর সদরের শরীফপুর পিঙ্গলহাটি গ্রামে সিদ্দিকুর রহমান নামে এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে সিদ্দিকুর রহমানের বাড়ির বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এছাড়া চট্টগ্রামের বাকলিয়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত স্কুলছাত্র ইসমাইল গণি মারা গেছে। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে তার মৃত্যু হয়। ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে স্থানীয় কয়েকজন যুবক তার ওপর হামলা চালিয়েছিল।

বিজ্ঞাপন

 

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |