আন্তর্জাতিক প্রীতি ফুটবলে জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দল পেরু। অপর ম্যাচে এল সালভাদরের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ইকুয়েডোর।
বিজ্ঞাপন
জ্যামাইকার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে পেরু। ২১ মিনিটে এডিসন ফ্লোরেসের গোলে এগিয়ে যায় তারা।
৪৩ মিনিটে পেরুর ব্যবধান দ্বিগুণ করেন রেনাটো টাপিয়া। এরপর ৫৯ মিনিটে দলের পক্ষে গুয়েরেরো আরো এক গোল করলে জয় নিশ্চিত হয় পেরুর।
বিজ্ঞাপন
৮৬ মিনিটে পেনাল্টি থেকে জনসন এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি জ্যামাইকানরা।
অপর ম্যাচে সালভাদরকে সহজেই হারিয়েছে ইকুয়েডোর। দলের পক্ষে একটি করে গোল করেন চিফুয়েন্টাস, ভ্যালেন্সিয়া ও ফার্নান্দো গাইবর।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ওয়াই