ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

‘স্বপ্নের ফাইনালে’ ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ১৮ জুন ২০১৭ , ০৩:২৩ পিএম


loading/img

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করছে পাকিস্তান।

বিজ্ঞাপন

রোববার লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমীর ‘স্বপ্নের ফাইনালে’ সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত। তবে পাকিস্তান দলে এসেছে একটি পরিবর্তন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া রুম্মান রইসের জায়গায় ঢুকেছেন মোহাম্মদ আমির।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত দু’বার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর ২০১৩ সালে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। তবে এখনো মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টের শিরোপার স্বাদ পায়নি পাকিস্তান।

অবশ্য হেড টু হেডে এগিয়ে রয়েছে পাকিস্তান। এখন পর্যন্ত ১২৮ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৭২টি। আর ভারত জিতেছে ৫২টি। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে হেরেই চলেছে পাকিস্তান। সেই হিসাবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ফেভারিট বিরাট বাহিনী।

এছাড়া আইসিসি ইভেন্টে ভারতের জয় তাদের পক্ষেই সাক্ষী দিচ্ছে। এখন পর্যন্ত আইসিসির গুরুত্বপূর্ণ ইভেন্টে দু’দল ১৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৩ বারই জিতেছে ভারত। আর ২ ম্যাচ জিতেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ: আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলি ও জুনায়েদ খান।

বিজ্ঞাপন

ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডে, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |