ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ওপারের 'ভালবাসার শহরে' দুর্দান্ত জয়া

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০১ জুলাই ২০১৭ , ০৯:৩৮ পিএম


loading/img

ওপার বাংলার ছোট্ট সিনেমা ‘ভালবাসার শহর: দ্য সিটি অব লাভ’। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ইউটিউবে দেখা যাচ্ছে এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি। নির্মাণ করেছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। আর এতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বরাবরের মত এবারো দুর্দান্ত অভিনয়। যদিও প্রথমবারের মত স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করলেন তিনি।

বিজ্ঞাপন

ছবির গল্পটি একটু অন্যরকম। ছবিতে নানা প্রশ্নের উত্তর খুঁজেছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। এর আগে তিনি ‘ফড়িং’ ছবিটি দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। ‘ভালবাসার শহর: দ্য সিটি অব লাভ’ ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অরুণ মুখোপাধ্যায়সহ আরো অনেকে।

এরই মধ্যে ছবিটি ইউটিউবে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। প্রশংসা কুড়িয়েছে গান-দৃশ্যায়ন। ১ জুলাই জয়া আহসানের জন্মদিনে উপহার বলা চলে এ ছবিটিকে।  ছবিটি দেখে এর রিভিউ লিখেছেন স্বরলিপি ভট্টাচার্য। তা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম 'এবেলা'। পুরো রিভিউটি হুবহু তুলে দেয়া হলো।

বিজ্ঞাপন

'আছে লোহা ভাঙা…খাতা… রেডিওতে একটানা খবর… পুজো সেরে কাজে বেরনো মেয়েটিকে জড়িয়ে নিম্ন মধ্যবিত্ত গন্ধ।

মেয়েটি অন্নপূর্ণা। নিঃসাড়ে পড়ে থাকা অসুস্থ মেয়ে নুরির দেখাশোনা করে সে। সংসার সামাল দিতে দিনে ১২-১৪ ঘণ্টা পরিশ্রম করে। অন্য উপায়ে উপরি রোজগারের অফারও আসে। কিন্তু তাতে মন সায় দেয় না।

আর?

বিজ্ঞাপন

আর অপেক্ষা করে…। বড় দীর্ঘ সেই অপেক্ষা। ভালবাসার মানুষের ফিরে আসার অপেক্ষা। আদিলের ফিরে আসার অপেক্ষা। আবহে বাজতে থাকে, ‘আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে…।’

আদিল আর নুরিকে নিয়ে ঘর বেঁধেছিল অন্নপূর্ণা। দূর দেশের এক যুদ্ধ তাতে থাবা বসিয়েছে। কেড়ে নিয়েছে অন্নপূর্ণার সাধারণ চাওয়া-পাওয়া। ভালবাসার শহর কলকাতা কি ফিরিয়ে দেবে তার পাওনা? 

গল্প বুনেছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। তাঁর ‘ভালবাসার শহর’ ছবিতে।

ইন্দ্রনীল, আপনাকে কুর্নিশ।

কারণ?

বিষয় ভাবনায় যে আপনি স্বতন্ত্র, তার প্রমাণ আগেও দিয়েছেন। ‘ফড়িং’ তার জ্যান্ত নজির। সেই এক্সপেকটেশন নিয়ে ছবি দেখতে বসলে আপনি হতাশ করবেন না, গ্যারান্টি। কিন্তু কুর্নিশ আপনার প্রাপ্য, এই সাহসটা দেখালেন বলে। 

ডিজিটাল প্ল্যাটফর্মে ছবি মুক্তির পথটা আরও মসৃণ ভাবে দেখালেন। বড় বাজেট, প্রোমোশন, ডিস্ট্রিবিউশন কোনও কিছুর তোয়াক্কা না করে সরাসরি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে কুর্নিশ। এবেলা ডট ইনের প্ল্যাটফর্মে ডিজিটাল রিলিজ হল এই ছবি।

‘ভালোবাসার শহর’ নির্দিষ্ট কোনো শহরের গল্প নয়। এটা আসলে পৃথিবীর যে কোনো শহরের গল্প। মাত্র তিরিশ মিনিটের ছবিটিকে আক্ষরিক অর্থেই ‘অন্নপূর্ণা’র মতো আগলে রেখেছেন জয়া আহসান। দৈনন্দিনের রোজনামচা পেরিয়ে নিয়তিকে মেনে নেওয়ার লড়াইয়ে আপনি উত্তীর্ণ। 

ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ও অরুণ মুখোপাধ্যায় নিজেদের কাজ করে গিয়েছেন নিঃশব্দে।

ছবির শেষে পেটিএম নম্বর ও ব্যাঙ্ক ডিটেলস দিয়ে সরাসরি দর্শকের কাছে আর্থিক সাহায্যের আবেদন একেবারেই নতুন উদ্যোগ। মাত্র তিরিশ মিনিটের ব্যাপার। 

মাউস অথবা স্মার্ট ফোনের এক ক্লিকেই ‘ভালবাসার শহর’ এখন আপনার কাছে বন্দি। সৌজন্যে ইউটিউব অথবা ভিমিও।'

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |