মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন স্বাস্থ্য বিল পাস করতে বহুভাবে চেষ্টা করে যাচ্ছেন সিনেট রিপাবলিকানরা।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রণীত বিলটি পরিবর্তন করতে সিনেট রিপাবলিকানদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে।
মঙ্গলবার সিনেটে বিলটির ওপর বিতর্ক সংক্রান্ত ভোটাভুটি হয়েছে।
হঠাৎ করে মঙ্গলবারই অ্যারিজোনা থেকে ওয়াশিংটনে ফিরে আসেন সিনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল।
এরপরই শোনা যায় সিনেটে ওবামাকেয়ার বাতিল করতে বিল উত্থাপন করতে যাচ্ছেন রিপাবলিকানরা।
যদিও ম্যাককোনেল জানিয়েছেন, মঙ্গলবার ভোট কেবল এর ওপর বিতর্ক শুরু হবে কিনা তা নিয়ে। আমাদের এই ধরনের পদক্ষেপ নেয়া উচিত। কারণ আমেরিকানরা এর জন্য অপেক্ষা করছেন। বিতর্ক শুরু হলে বিলটিতে কী ধরনের পরিবর্তন আনতে হবে তা জানা যাবে।
এপি/এসএস