ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

খুসখুসে কাশিতে ওষুধ নয়, চকলেটই সমাধান

লাইফস্টাইল ডেস্ক

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ , ১১:০৭ এএম


loading/img
ছবি সংগৃহীত

খুসখুসে কাশিতে অনেকেরই জীবন একেবারে অতিষ্ট হয়ে ওঠে। এতে অধিকাংশই অ্যান্টিবায়টিক বা কাফ সিরাপের দ্বারস্থ হন। কিন্তু অ্যান্টিবায়টিকের প্রভাবে মুখে আর কোনও স্বাদ থাকে না, শরীরও দুর্বল হয়ে পড়ে। আর কাফ সিরাপে খুসখুসে কাশি সারতেও বেশ সময় লেগে যায়। 

বিজ্ঞাপন

তবে এক্ষেত্রে বিকল্প হতে পারে চকোলেট। কোনো কোনো সময় অ্যান্টিবায়টিক বা কাফ সিরাপের চেয়ে সর্দি-কাশির সমস্যায় চকোলেটই বেশি কার্যকরী। একদল ব্রিটিশ গবেষক এমনটাই দাবি করেছেন। 

ইউনিভার্সিটি অব হালের হৃদরোগ ও শ্বাসযন্ত্র বিভাগের প্রধান অ্যালিন মরিস বলছেন, খুসখুসে কাশি নিরাময়ে অন্যতম উপাদান কোকোয়া। বাজারের ডার্ক চকোলেটে কোকোয়ার পর্যাপ্ত উপস্থিতি সর্দি-কাশির সমস্যা নিরাময়ের ক্ষেত্র বেশ কার্যকরী।

বিজ্ঞাপন

অধ্যাপক মরিসের বলছেন, চকোলেটে থাকা কোকোয়ার মধ্যে থিওব্রমিন নামে এক বিশেষ ধরনের উপাদান থাকে, যা খুসখুসে কাশির জন্য দায়ি পাতলা শ্লেষ্মাকে ঘন আঠালো আস্তরণে পরিণত করে। এতে কাশি থেমে যায়। একইসঙ্গে চকোলেট গলার ভিতরে একটা আঠালো আস্তরণ তৈরি করে। ফলে আক্রান্ত স্নায়ুপ্রান্তগুলি ঢাকা পড়ে গিয়ে গলা খুসখুসের সমস্যা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: প্রিয়জন আপনাকে হিংসা করে কিনা, বুঝবেন যে পাঁচ উপায়ে

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |