ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

নিমপাতায় নিরাময় করুন ৯ রোগ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ , ০৭:৫০ পিএম


loading/img
নিমপাতা

আমাদের চারপাশে পাওয়া যায় এমন একটি উপকারী ওষুধ নিমপাতা। নিমপাতার উপকার প্রচুর শুধু কয়েকটা নিমপাতা নিয়মিত খেলে, রোগ থাকবে অনেক দূরে।

বিজ্ঞাপন

নিমপাতা যেসব রোগ সারাতে পারে- 

নিম পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে খোসপাচড়া চলে যায়। চুলকানি ভালো করার জন্য পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগাতে পারেন।

বিজ্ঞাপন

শিশুরা বেশি কৃমির শিকার হয়। শিশুদের পেটে কৃমি নির্মূল করতে ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়া দিন ৩ বার সামান্য গরম পানিসহ খেতে হবে।

বুকে কফ জমলে ৩০ ফোটা নিম পাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে ৩/৪ বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভবতীদের জন্য ঔষধটি নিষেধ।

সকালে খালি পেটে ৫টি গোলমরিচ ও ১০টি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে।

বিজ্ঞাপন

নিমের তেল মুখে ব্যবহার করলে ব্রণ হয় না।

আরও পড়ুনঃ

সর্দিতে নাক বন্ধ? সহজ পাঁচ সমাধান নিন

জীবনকে সুস্থ রাখতেই প্রয়োজন হাত ধোয়া
অবিবাহিত পুরুষরা বেশি করোনায় আক্রান্ত: সমীক্ষা

দীর্ঘদিনের পেটের অসুখ থাকলে ৩০ ফোটা নিম পাতার রস এক কাপ পানিতে ৪/১ ভাগ পানির সঙ্গে মিশিয়ে সকাল-বিকাল খাওয়ালে উপকার পাওয়া যাবে।

জন্ডিস হলে প্রতিদিন সকালে বাচ্চাদের জন্য ৫-১১ ফোঁটা, বয়স্কদের জন্য ১ চামচ নিম পাতার রস একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে হবে।

পোকা মাকড় কামড় দিলে বা হুল ফোটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা কমে। 

নিমের পাতা ও ছালের গুড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও।

সূত্র- নিউজ ১৮ বাংলা

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |