ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

পাঁচ লক্ষণ বলবে স্বামীর ভালোবাসা কমে যাচ্ছে কিনা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ , ১০:০৭ এএম


loading/img
স্বামী-স্ত্রীর ঝগড়া

যে কোনো সম্পর্ক পরিবর্তনশীল। বারো বছর প্রেম করার পরও যেমন অনেক সম্পর্ক বিয়ে পর্যন্ত যায় না তেমনি পনেরো বছরের দাম্পত্যের পরও অনেকের বিচ্ছেদ হয়। অনেকে বেশ কিছু বছর পর গিয়ে নিজের ভুল বুঝতে পারেন। অনেকে চলে যাবার পর ফিরে আসার সুযোগ থাকে না। বিয়ের আগে সতর্ক হলে ভুলটা কম হয়। আর বিয়ের পর ভুল ধরা পড়লে মীমাংসার কিংবা বোঝাবুঝির মধ্যে তা শেষ করা উচিৎ। সংসার জীবনে স্ত্রীর প্রতি যদি স্বামীর ভালোবাসা কমে যায় এখনই সতর্ক হন, মধুর সম্পর্কে ফিরে যাবার চেষ্টা করুন। 

বিজ্ঞাপন

চলুন কী কী লক্ষণ দেখে বুঝবেন স্বামীর ভালোবাসা কমে যাচ্ছে কিনা 

মন সব সময় ঘুরঘুর করছে

বিজ্ঞাপন

প্রয়োজনের তুলনায় একটু বেশি অফিস নিয়ে ব্যস্ত আপনার স্বামী। প্রায়শই অফিসের কাজে বাইরে যেতে হচ্ছে। সাপ্তাহিক ছুটিতে আপনার বদলে বন্ধুদের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। রাতের খাবার বাড়িতে না খেয়ে অন্য কোথাও খাচ্ছেন। হয়তো আপনার প্রতি তার ভালোবাসা কমে গেছে, স্বামীকে গুরুত্ব দিন।

আপনার সঙ্গে সময় কাটাতে চান না

আপনার সব ঠিকঠাক থাকার পর স্বামী একান্তে সময় কাটাতে চান না, এমন হলে নিশ্চয়ই অন্য কারণ। কোথাও যাওয়ার কথা বললেও আপনার স্বামী কেমন যেন এড়িয়ে যাচ্ছেন।  সবার সামনে আপনার পরিচয় দিতে লজ্জা পান। আপনাকে এড়িয়ে চলার অজুহাত খোঁজেন। এর অর্থ আপনার প্রতি তাঁর ভালোবাসা কমছে।

বিজ্ঞাপন

আপনাকে সমর্থন করছেন না

বিজ্ঞাপন

স্বামী আপনাকে সমর্থন করছেন না, যখন খুব প্রয়োজন পাশে থাকার তখনও থাকছেন না। উল্টো আপনারই খুঁত বের করছেন। এরকম অবস্থায় সম্পর্ক স্থায়ী হয় না। বুঝানোর পরেও যদি ভুল হতেই থাকে, তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করা উচিৎ।

সব কিছুর জন্য আপনাকে দোষারোপ

ঘরের দেয়ালের ঝুল, বাচ্চার রেজাল্ট কেন ভালো হয়নি সব কিছু নিয়ে আপনাকে দোষারোপ করে। এমনকি অফিসে যেতে দেরি হলে বা জামাকাপড় খুঁজে না পেলে চেঁচামেচি করেন, তাহলে বুঝবেন লক্ষণ ভালো নয়। স্বামী তার নিজের ভুলও যখন আপনার ওপর চাপানোর চেষ্টা করেন বুঝবেন ভালোবাসার ঘাটতি তৈরি হয়েছে।

আপনাকে সম্মান দেন না 

দিনের পর দিন আপনাকে সম্মান দেন না, আপনার অনেক কিছু নিয়ে তিরস্কার করে। স্বামীর কাছে মূল্যহীন হয়ে গেছেন। দুজনের সম্পর্কে শ্রদ্ধা না থাকলে সেই সম্পর্কের কোনও ভিত্তি বা দাম থাকে না।

সূত্র- এই সময়

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |