ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ , ০১:৪১ পিএম


loading/img
ফাইল ছবি

চুল পড়া এখন নারী-পুরুষ উভয়ের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা চুল পড়া রোধে দামি দামি ওষুধ ও প্রসাধনী ব্যবহার করে থাকি। কিন্তু কোনও উন্নতি হয় না চুলের। তবে পেয়ারা পাতার ব্যবহারে আপনি পেতে পারেন জাদুকরী সমাধান। এই পাতা কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে। আর কোলাজেনই ফিরিয়ে দিতে পারে ঘন চুল। এ জন্য শুধু বানিয়ে নিতে হবে পেয়ারা পাতার সিরাম।

বিজ্ঞাপন

চলুন জেনে নেই কী ভাবে এই সিরাম বানাবেন:

 * প্রথমে বেশ কয়েকটি পেয়ারা পাতা জলে ফুটিয়ে নিন।

বিজ্ঞাপন

 * ২০ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ছেঁকে জলটি বার করে    নিন।

 * সেই জল ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে নিন। তৈরি হয়ে গেল পেয়ারা পাতার সিরাম। 

বিজ্ঞাপন


চুলের গোড়ায় এটি ব্যবহার করবেন কিভাবে?

বিজ্ঞাপন

 * প্রথমেই মনে রাখতে হবে, এই সিরাম ব্যবহার করার সময়ে চুলে যেন কোনও রাসায়নিক না লেগে থাকে। অন্য রাসায়নিক সিরাম বা তেল থাকলে এটি ভাল করে কাজ করবে না।

বিজ্ঞাপন

 *  এই সিরাম মাথায় মাখার পরে মিনিট ১০ মাসাজ করুন।

 *  এর পরে ঘণ্টা খানেক রেখে দিন। খুব ভালো হয় যদি রাতে শোওয়ার আগে এটি মেখে নেওয়া যায়।

 * সকালে হাল্কা গরম জল দিয়ে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

অনেকেরই অকালে চুল পড়ে যেতে থাকে। মানসিক চাপ থেকে শুরু করে পুষ্টিকর খাবারের অভাব এবং জিনগত কারণেও কমে যেতে পারে চুলের ঘনত্ব। নতুন কারণ হিসেবে যুক্ত হয়েছে করোনার সমস্যা। এই সিরাম ব্যবহার করে পেতে পারেন চুল সমস্যা থেকে মুক্তি। 

সূত্র: আনন্দবাজার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |