ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

সকালে খালি পেটে যে ভুল করবেন না, করলে বিপদ

আরটিভি নিউজ

শনিবার, ১৯ মার্চ ২০২২ , ১২:৪৭ পিএম


loading/img

অনেকেই মনে করেন সকালে খালি পেটে থাকলে, নানান সমস্যাই ঘিরে ধরে৷ খালি পেটে থাকলে বেশ করেক রকমের শরীর খারাপ হতে পারে৷ এমনও শুনতে পাওয়া যায়, সকালে খালি পেটে থাকলে অ্যাসিডিটি, পেট ব্যথ্যা, গা বমিবমি ভাব, ব্লাড সুগারের সমস্যা দেখা দেয়৷ 

বিজ্ঞাপন

অনেক মানুষ আছেন, যারা ক্ষুধা থেকে মুক্তি পেতে, এমন খাবার খান যাতে শরীরের ক্ষতি হতে পারে৷ এমন খাবার খালি পেটে একদমই খাওয়া উচিত নয়৷ যেমন- সকালে খালি পেটে কখনই মদ্যপান করা উচিত নয়, এতে শরীর আরও খারাপ হয়ে যায়৷ সারা শরীরে মদ ছড়িয়ে পড়লে, পালস রেট কমে যায়৷ এর ফলে কিডনি, ফুসফুস ও যকৃতে সমস্যা দেখা দেয়। তাই মনে রাখতে হবে কখনই খালি পেটে মদ্যপান করা যাবে না৷

খালি পেটে শপিং বা বাজার করা উচিত নয়। অনেকসময় খেয়াল না করে, খালি পেটে কেনাকাটা করতে চলে যায় ফলে খালি পেটে থাকায় অনেকসময় অসুস্থ হয়ে পড়ে। তাই চেষ্টা করতে হবে খালি পেটে কোনোভাবেই শপিং না যাওয়া৷

বিজ্ঞাপন

অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে কফি পান করেন। এটা একদমই ঠিক নয়। এতে মারাত্মক ক্ষতি হতে পারে৷ খালি পেটে চা বা কফি খেলে অ্যাসিডিটির সমস্যা হয়৷

অনেকেই খালি পেটে চুইংগাম চিবিয়ে থাকেন৷ এই স্বভাবও বদলাতে হবে৷ কেননা খালি পেটে চুইংগাম চেবালে শরীরে ডাইজেস্টিভ অ্যাসিড প্রস্তুত হয়৷ ফলে শরীরে আলসারসহ একাধিক বড় বড় সমস্যা হতে পারে৷ তাই খালি পেটে চুইংগাম চিবানো থেকে বিরত থাকতে হবে৷

এগুলো ঘরোয়া টোটকা কোনো চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়৷ তাই কোনো চিকিৎসা বা ওষুধ নিতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷

বিজ্ঞাপন

সূত্র : নিউজ এইট্টিন, বাংলা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |