ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

আঙুল ও নখের হলুদ ছাপ দূর করার ৬ উপায়

আরটিভি নিউজ

শনিবার, ১৯ মার্চ ২০২২ , ০২:১৫ পিএম


loading/img

রান্না ঘরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দরাকরি একটি মসলা হলুদ। আমরা অধিকাংশ রান্নায় হলুদের গুঁড়ো ব্যবহার করি। পাশাপাশি আমরা হাত দিয়েই খাবার খেয়ে থাকি। এতে হাতের নখে হলুদের ছাপ পড়ে। এমনকি হালকা রঙের নেলপলিশ পরলে তার রংও বদলে যায়।

বিজ্ঞাপন

এ ক্ষেত্রে ছয়টি কার্যকর পদ্ধতিতে আঙুল ও নখ থেকে হলুদ ছাপ দূর করা যাবে—

১. এর জন্য লেবুর রস একটি কার্যকরী উপাদান। লেবু কেটে নিয়ে নখের ওপর ঘসতে থাকুন। তার পরে কিছুক্ষণ শুকান। শুকিয়ে গেলে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এতে নখের হলুদ ভাব চলে যাবে।

বিজ্ঞাপন

২. কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। একটু তুলা দুধে ভিজিয়ে তা নখে ঘসতে থাকুন। এতে দাগ অনেকটাই হালকা হয়ে যাবে। নিয়মিত ব্যবহার করলে হলুদ ছাপ আর পড়বে না।

৩. লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাবের মতো আঙুল ও নখে মাখুন। ত্বকের জন্যও ভালো। নখও সুন্দর থাকবে।

৪. নখের হলুদ ছাপ তুলতে বেকিং সোডা ব্যবহার করুন। একটি বাটিতে এক চামচ বেকিং সোডা নিন। তার সঙ্গে তিন চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর এ পেস্ট হাতে ভালো করে স্ক্রাব করুন। পরে হালকা গরম পানি দিয়ে হাত ধুয়ে নিন। দেখবেন এতে হলুদ ছাপ আর থাকবে না।

বিজ্ঞাপন

৫. এ জন্য অ্যাপেল সাইডার ভিনেগারও একটি কার্যকর টোটকা। এটি ভালো করে নখে লাগিয়ে নিন। একটু পরেই ফল পেয়ে যাবেন।

বিজ্ঞাপন

৬. মধু ও লেবু দিয়েও একটি মিশ্রণ তৈরি করতে পারেন। সেটি হাতের নখে ভালো করে লাগিয়ে নিন। কিছুক্ষণ শুকিয়ে সেটি পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আঙুলে বা নখে আর হলুদের ছাপ থাকবে না।

সূত্র : নিউজ এইট্টিন, বাংলা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |