ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

যেসব লক্ষণ দেখে বুঝবেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে

আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ১২:১১ পিএম


loading/img

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। যার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি, তার অসুখ হওয়ার সম্ভাবনা তত কম। করোনায় চিকিৎসকরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন। কেননা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে করোনা ধারেকাছে ঘেঁষতে পারবে না।

বিজ্ঞাপন

তাই ইমিউন সিস্টেম ভালো রাখতে ও বুস্ট করতে জীবনযাপনে পরিবর্তন আনা জরুরি। তবে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি কমে যায়, সেক্ষেত্রে প্রকাশ পায় বেশ কিছু লক্ষণ।

যে লক্ষণগুলো দেখে বুঝবেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে—

বিজ্ঞাপন


১. চিকিৎসকরা বলেন, সুস্থ শরীর এবং শান্ত মনই সুস্থতার লক্ষণ। যখনই শরীর সুস্থ থাকে না, তার প্রভাব পড়ে মস্তিষ্কেও। যদি কোনো ব্যক্তির মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকে, তাহলে বুঝতে হবে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে। আর সেই ব্যক্তি কোনো না কোনো জটিল রোগে আক্রান্ত। অনেকেই খিটখিটে মেজাজের লক্ষণ সাধারণ মনে করে এড়িয়ে চলেন। আসলে এই লক্ষণ গুরুতর।

২. সারাক্ষণ ঝিমিয়ে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার অন্যতম লক্ষণ। শরীরে যদি জীবাণু প্রতিরোধক ক্ষমতা কম থাকে, তাহলে এনার্জিও কম থাকে। যা প্রভাব পড়ে শরীরের সঙ্গে সঙ্গে মস্তিষ্কেও। তাই যদি সারাক্ষণ এনার্জি কম অনুভব করেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

৩. ক্ষতস্থান যদি সেরে উঠতে দেরি হয়, তাহলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার লক্ষণ। বিশেষজ্ঞরা জানায়েছেন, বহু ক্ষেত্রেই ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের ক্ষতস্থান সেরে উঠতে সময় লাগে। এ ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, তাহলেও এমন লক্ষণ দেখা দেয়।

বিজ্ঞাপন

৪. সারাক্ষণ সর্দি-কাশি, ঠান্ডা লাগার সমস্যা যদি লেগেই থাকে, তাহলে তা চিন্তার বিষয়।

আপনার যদি এসব লক্ষণ দেখা দেয় তবে বুঝবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে। এক্ষেত্রে পুষ্টিকর খাবার খাওয়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে ভিটামিন ‘সি’ ও প্রোবায়োটিক খান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |