ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

গরমে ঘর ঠান্ডা রাখার ৫ টিপস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ মে ২০২২ , ১১:০৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

গরমের দিনে খুব বেশি আসবাবের ব্যবহার না করে ঘরে হালকা আসবাব ব্যবহার করুন। বেশি আসবাবের ব্যবহারে স্বাভাবিকভাবেই ঘরে দমবন্ধ অনুভূতির সৃষ্টি হয়। গরমে যা খুব অস্বস্তির। তাই বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র স্টোররুমে রাখুন। এর ফলে ঘরে পর্যাপ্ত আলো–বাতাস চলাচল করবে।

বিজ্ঞাপন

বাড়িতে গাছ রাখলে বাড়ির মধ্যে তাজা অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকবে তো বটেই, বাড়ির ঘরদোরও ঠান্ডা থাকবে। তাই গরমে অন্দরসজ্জায় গাছ ব্যবহারের কোনো বিকল্প নেই।

মাটির বোলে পানি
মাটির বোলে পানি রেখে রং বেরংয়ের নকশা করা মোম ভাসিয়ে দিন। বোলে কিছু গোলাপের পাপড়িও দিয়ে দিতে পারেন। গোলাপের সুগন্ধ আর মোমের মায়াবী আলোয় গ্রীষ্মের প্রখর গরমেও আপনার ঘরে আনবে প্রশান্তির আমেজ।

বিজ্ঞাপন

শীতল পাটির ব্যবহার
গরমে ঘুমানোর জন্য শীতল পাটি বেশ আরামদায়ক। ঘুমানোর আগে বিছানার উপর বিছিয়ে দিতে পারেন শীতল পাটি।

ভারী পর্দার ব্যবহার
গরমে যে ঘরে রোদ বেশি আসে, সেঘরে ভারী পর্দা ব্যবহার করুন। তবে খেয়াল রাখতে হবে, পর্দার রং যেন চোখের জন্য আরামদায়ক হয়। চাইলে ভারী পর্দার পেছনে বাঁশের চিক ব্যবহার করতে পারেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |