চালের গুঁড়া মানেই তো পিঠাপুলি তৈরির অন্যতম উপকরণ। তবে দৈনন্দিন রূপচর্চায়ও এর কার্যকারিতা কম নয়। কারণ, চালের গুঁড়া এমন একটি উপকরণ, যা সব ধরনের ত্বকের জন্য উপকারী। রূপবিশেষজ্ঞদের মতে, ত্বক পরিষ্কার করতে চালের গুঁড়া খুব কাজে দেয়। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
তবে সব ধরনের চালের গুঁড়া যে ত্বকে ব্যবহার করা যাবে তা কিন্তু নয়। শুধু আতপ চাল ও কালিজিরা চালের গুঁড়া ভালো স্ক্রাবিংয়ের কাজ করে। ব্রণর দাগছোপ, ত্বকের উন্মুক্ত ছিদ্র, মেচেতা, রুক্ষ ত্বকের হাল ফেরাতে সাহায্য করে চাল। ত্বকের আরও অনেক সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে চালে। বয়সের ছাপ দূর করতেও চালের জুড়ি মেলা ভার। তবে সঠিক উপায়ে ব্যবহার না করলে, সমাধান নাও পাওয়া যেতে পারে।
ত্বকের পরিচর্যায় যেভাবে ব্যবহার করবেন চালের গুঁড়া—
চালের গুঁড়ার মাস্ক
একটি পাত্রে ৩ টেবিল চামচ চালের গুঁড়া নিন। তাতে অ্যালো ভেরার জেল মিশিয়ে একটি আঠাল মিশ্রণ বানিয়ে মুখে ও ঘাড়ে মেখে রাখুন। শুকিয়ে এলে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। প্রতি সপ্তাহে অন্তত ২-৩ দিন এই মাস্কটি ব্যবহার করুন।
চাল ধোয়া পানি
চাল ধুয়ে সেই পানি ফেলে দেবেন না। পানি ফুটিয়ে নিন। ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। গোসল শেষে বা রাতে শোয়ার আগে এটি ত্বকে ব্যবহার করুন। রোমকূপ উন্মুক্ত থাকলে যে সব সমস্যা হয়, তা দূর হবে দ্রুত।
চালের গুঁড়া আর দই
আধ কাপ চালের গুঁড়ার সঙ্গে এক টেবিল চামচ বেসন এবং এক টেবিল চামচ দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি ত্বকে লাগিয়ে রাখুন। ব্রাশ দিয়ে ঘষে নিন। ত্বকের মড়া চামড়া উঠে আসবে। ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে।