কম খরচে ঘর সাজাবেন যেভাবে

আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ , ০৩:৫৩ পিএম


কম খরচে ঘর সাজাবেন যেভাবে
ছবি : সংগৃহীত

চলে আসলো পুজো, এ উৎসব উপলক্ষ্যে ঘর সাজাতে পারেন পছন্দমতো। এ সময় আত্মীয়-স্বজন, অতিথি কিংবা বন্ধুদেরকে কমবেশি সবাই নিমন্ত্রণ জানান। আর যেকোনো উৎসব-অনুষ্ঠানে সবাই ঘরকে মনের মতো করে সাজাতে পছন্দ করেন। তবে অনেক ঘরবাড়ি পরিষ্কার করা ঝামেলার মনে করে এড়িয়ে যান। তাই অল্প সময়ে বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতে কিছু টিপস।

বিজ্ঞাপন

আমাদের অনেকের বসার ঘরেই অকেজো অনেক জিনিসপত্র জায়গা নিয়ে রাখে, যা ঘরের সৌন্দর্য নষ্ট করে। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র রাখুন। আসবাবপত্র একটু টানা-হেঁচড়া করে স্থান পরিবর্তন করতে পারেন। এতে ঘরের লুক পরিবর্তন হবে।

ঘরের জানালা পরিষ্কার করে দরজার পর্দা, বিছানার চাদর, টেবিলের ঢাকা, কুশন কভারে উজ্জ্বল রং ব্যবহার করতে পারেন। এতে অনেকটাই বদলে যাবে ঘরের চেহারা।

বিজ্ঞাপন

ঘরের অন্দর সাজাতে বিভিন্ন রকম গাছ ঘরের বিভিন্ন কোণে রাখতে পারেন। গাছ বিভিন্ন নান্দনিক টবে বসাতে পারেন।

সুযোগ পেলে বারান্দাও সাজিয়ে নিতে পারেন নতুন রুপে। বারান্দায় বিছাতে পারেন ঘাষের মতন কার্পেট। গাছের টবগুলোর রংও প্রয়োজনে বদলে নিতে পারেন। বারান্দার দেওয়ালে ঝুলিয়ে নিতে পারেন বাহারি রকমের ছোট ছোট গাছ।

বারান্দার গ্রিলে মরিচ বাতি লাগাতে পারেন। এতে রাতে আলো জ্বালালে বেশ সুন্দর হয়ে উঠবে ঘরের পরিবেশ। 

বিজ্ঞাপন

বারান্দা বড় হলে ঝুলিয়ে দিতে পারেন দোলনাও।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission