ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

শীতে মসলার ঝাঁঝেই রোগমুক্তি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ , ০৯:২১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

শীতকালে রোগব্যাধি লেগেই থাকে। সর্দি, কাশি, গলা ব্যথার মতো সমস্যা বেশি বেড়ে যায়। শীতের সময় কয়েকটা মসলা খেলেই সুস্থ থাকা যায়। এসব মসলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। 

বিজ্ঞাপন

চলুন জেনে নেওয়া যাক মসলাগুলোর নাম-

হলুদ : হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা সর্দি-কাশি প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়া, হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং অস্থিসন্ধি ভালো রাখে।

বিজ্ঞাপন

দারুচিনি : দারুচিনি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারুচিনি যে কোনও সংক্রমণ এবং প্রদাহ কমাতে পারে।

গোলমরিচ : ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্যের কারণে এই মসলাটি সর্দি, কাশি এবং ফ্লুর বিস্তার প্রতিরোধে সহায়তা করতে পারে। এই মসলা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এক কাপ হলুদ দুধে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করুন। দুধ না খেতে চাইলে চায়ের সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।

বিজ্ঞাপন

আদা : সর্দি, কাশি, গলা ব্যথার চিকিৎসায় বহুকাল থেকেই আদার ব্যবহার হয়ে আসছে। আদা শরীর উষ্ণ রাখে। যে কারণে শীতকালে আদা চা পান করা বেশ কার্যকর। এক কাপ পানিতে আদা দিয়ে ফোটান। এতে ১/২ চা চামচ দারুচিনি গুঁড়া ও মধু মিশিয়ে পান করুন। এক কাপ পানিতে আদা, এক চা চামচ হলুদ এবং অর্ধেক লেবু দিয়ে পান করুন। সর্দি, কাশিতে এই পানীয় দারুণ কাজ করে।

বিজ্ঞাপন

তুলসি : তুলসিতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং ব্যথানাশক বৈশিষ্ট্য শুকনো কাশিসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় সাহায্য করে। তুলসি পাতার চা অ্যালার্জিজনিত ব্রঙ্কাইটিস এবং হাঁপানিও নিরাময়ে ভূমিকা রাখে। এক কাপ পানিতে পাঁচটি লবঙ্গ এবং আটটি তুলসি পাতা দিয়ে ফুটিয়ে নিন। এতে সামান্য লবণ মেশান। কাশি থেকে মুক্তি পেতে প্রতিদিন এটি পান করতে পারেন। গলা ব্যথা হলে তুলসি পানিতে কুলিকুচি করতে পারেন। 

বিজ্ঞাপন

সূত্র : বোল্ড স্কাই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |