ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

মেহেদি হাত রাঙানোর রাত আজ

আরটিভি অনলাইন ডেস্ক

শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০১৭ , ০৬:৫০ পিএম


loading/img

ঈদের আনন্দের সঙ্গে মেহেদি রাঙা হাত নেই, সেটা ভাবতেই যেন অপূর্ণতায় ম্লান হয়ে আসে উৎসবের উচ্ছ্বাসটা। ঈদের আনন্দ আর মেহেদির রঙ, যেন একে অন্যের পরিপূরক। তাই আনন্দকে আরো রাঙিয়ে তুলতে চায় মেহেদি।

বিজ্ঞাপন

সাধারণত আমরা মেহেদি হাতে লাগাই ঈদের আগের দিন রাতে। সবাই মিলে গান করতে করতে হাতে মেহেদি দেয়। একসঙ্গে এক প্লেটে করে খাবার খাওয়া। কার হাতের মেহেদির নকশা কত সুন্দর সেটা নিয়ে তর্ক। কার হাতের মেহেদির রঙ কত গাঢ় হবে তা নিয়ে কত কথা। কিন্তু এখন আর তা হয় না। কারণ এখন আগের মতো সেই যৌথ পরিবার নেই।

সঙ্গে নেই আগের মতো দীর্ঘ সময় ধরে রাখার মতো মেহেদি। ক’বছর আগেও টিউব মেহেদি তেমন ছিল না। টিউব মেহেদি দিলেই পাঁচ মিনিটে শুকিয়ে যায়। তাই যখন তখন কাজের ফাঁকেই হাতে মেহেদি দেয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু এটাও তো সত্যি যে টিউব মেহেদির রঙটাও বেশিক্ষণ থাকে না। এখনকার মানুষ ঈদ পরবর্তী দুইদিনের মধ্যে কাজে জড়িয়ে পড়ে তাই তখন আর মেহেদির ব্যাপারটা ঠিক হয়তো ভালো লাগে না। আর তাছাড়া সব ধরনের পোশাকের সঙ্গে হাত ভর্তি মেহেদি মানায় না। বাজারে এখন অনেক ধরনের টিউব মেহেদি পাওয়া যায়।

বিজ্ঞাপন

তাহলে জেনে নিন মেহেদি লাগানোর কিছু সতর্কতা ও রঙ গাঢ় করার কিছু উপায় সম্পর্কে।

•   মেহেদি লাগানোর আগে হাত ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। কোনো ধরনের ময়েশ্চারাইজার লাগানো যাবে না।

•   টিউব মেহেদি বা কৃত্রিম মেহেদি দিয়ে নকশা করার আগে হাতে একটু লাগিয়ে নিন। দেখুন এতে এলার্জি বা জ্বলুনি হচ্ছে কিনা।

বিজ্ঞাপন

•   কেনার আগে মান ও মেয়াদ দেখুন। পার্লারে লাগানোর আগে দেখে নিন ভালো মানের নতুন মেহেদি কিনা।

বিজ্ঞাপন

•   শিশুদের জন্য মেহেদি পাতার পেস্ট ব্যবহারই ভালো। কৃত্রিম মেহেদি কখনোই নয়।

•   গাঢ় রঙ পেতে আগের দিন বা রাতে মেহেদি লাগানোই ভালো। সম্ভব হলে ঘুমাতে যাবার কিছুক্ষণ আগে লাগিয়ে শুয়ে পড়ুন। পরের দিন সকালে তুলে ফেলুন।

•   তোলার পরপরই হাত ধুয়ে ফেলবেন না বা পানি দিয়ে শুকিয়ে যাওয়া মেহেদি তুলবেন না।

•   তুলে ফেলার পর কমপক্ষে ৬ ঘণ্টা পানি বা সাবান ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলুন।

•   হাত ভর্তি মেহেদি দিলে ডিজাইন যেন সূক্ষ্ম হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

•   মেহেদির রঙ বেশি লাল করতে মেহেদি শুকিয়ে ওঠানোর পর চিনি ও লেবুর রস ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে চিনি ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে হাতের ওপর রেখে শুকালেই রঙ বাড়বে। তাছাড়া রঙ অনেকদিন রাখতে সাবান কম ব্যবহার করুন।

আরকে/কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |