ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মুখে বরফ লাগালেই মিলবে উপকার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ , ১০:২৯ এএম


loading/img

গরমে মুখে বরফ লাগানোর রয়েছে হাজারও উপকারিতা। তবে শুধু বরফ না লাগিয়ে বিশেষ কিছু উপকরণ মিশিয়ে নিন। এটি শুধু মুখ ঠান্ডা করে না আপনার ত্বক ও মুখের জন্যও উপকারী। এটি লাগালে ক্লান্ত চোখ তাৎক্ষণিক আরাম পায়। তবে বরফ প্রয়োগের একই পুরোনো পদ্ধতি অনুসরণ না করে বরফের সঙ্গে মিশিয়ে নিন কিছু বিশেষ উপকরণ। তাতে ফল হবে আরও বেশি।

বিজ্ঞাপন

বরফে যোগ করুন এই প্রাকৃতিক উপকরণগুলো-

চোখের ক্লান্ত ও ফোলাভাব দূর করতে তৈরি করুন এই বিশেষ ধরনের আইস কিউব। শুধু গরম পানিতে কিছু গ্রিন টি যোগ করুন এবং ফুটিয়ে নিন। তারপর ছেকে নিয়ে ঠান্ডা হলে বরফের ট্রেতে ঢেলে রাখুন। সেই বরফ চোখের নিচে ঘষে নিন। এতে চোখের তলার কালোদাগও দূর হবে। 

বিজ্ঞাপন

অ্যালোভেরার আইস কিউব তৈরি করা খুব সহজ। অ্যালোভেরা রস ব্লেন্ড করে নিন। এরপর এটি বরফের ট্রেতে জমা করুন। এই আইস কিউবটি বেশি কাজ করবে যদি আপনি রোদ থেকে ফিরে মুখে লাগান। এতে সূর্যের তাপে পোড়া ত্বক আরাম পাবে। বিশেষ কারণে যাদের ত্বক একটু বেশি সেনসেটিভ, গরমে জ্বালাপোড়া করে। এই বরফ লাগালে তাৎক্ষণিক আরাম মিলবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |