• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

শখের প্রসাধনী ফ্রিজে রাখছেন কি 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২
প্রসাধনী
ছবি : সংগৃহীত

প্রসাধনী সংরক্ষণের ক্ষেত্রে যত্নশীল না হলে তার বেহাল দশা হয়। আর প্রতি মৌসুমে প্রসাধনী সংরক্ষণের ক্ষেত্রে আলাদা পন্থা অবলম্বন করতে হবে। প্রসাধনী ভালো রাখার সবচেয়ে সহজ উপায় হলো ফ্রিজে রাখা। অনেকেই সাজগোজের সামগ্রী ফ্রিজে রাখেন, এতে ভালো থাকবে প্রসাধনী। তাই বলে সব কিছুই কী আর ফ্রিজে রাখা যায়? তাই ফ্রিজে কোন প্রসাধনী রাখবেন আর কী রাখবেন না তা জানা জরুরি। একনজরে দেখ নিন কোন কোন প্রসাধনী ফ্রিজে রাখবেন।

জেনে নিন ফ্রিজে কোন প্রসাধনী রাখবেন-

>> নিয়মিত রূপচর্চায় ব্যবহৃত হয় টোনার। বিশেষজ্ঞদের মতে, টোনার ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে।

>> এ ছাড়া নাইট ক্রিম বা ডে ক্রিম ফ্রিজে রাখতে পারেন। ঠান্ডা আই ক্রিম চোখে লাগালে দূর হয় ডার্ক সার্কেলের সমস্যা।

>> অনেকেই ফ্রিজে লিপস্টিক রাখেন। এতে লিপস্টিকের মধ্যে থাকা তেল ভালো থাকে। ফলে দীর্ঘদিন লিপস্টিকের রং এক থাকে ও আর্দ্রভাবও নষ্ট হয় না।

>> পাশাপাশি ফ্রিজে রাখতে পারেন অ্যালোভেরা জেল। ত্বকে ট্যান পড়লে বা পুড়ে গেলে ঠান্ডা অ্যালোভেরা জেল ব্যবহার করলে কাজ হবে।

>> নেলপালিশও ফ্রিজে রাখতে পারেন। এতে নেলপালিশ জমাট বেঁধে যাওয়ার ভয় থাকে না। আর ঠান্ডা নেলপালিশ নখে দীর্ঘদিন থাকে।

>> সানস্ক্রিন ব্যবহারের পরেই ফ্রিজে ঢুকিয়ে রাখুন। কারণ বাইরের তাপে সানস্ক্রিনের এসপিএফ নষ্ট হয়ে যায়।

>> যে কোনও ধরণের লিক্যুইড মেকআপ ফ্রিজে রাখলে সেটা চলে অনেকদিন। বিশেষ করে লিক্যুইড ফাউন্ডেশন বা জেল জাতীয় ক্রিম ফ্রিজে রাখলে তা ভালো থাকে। এ ছাড়া ময়শ্চারাইজারও ফ্রিজে রাখা যায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ফ্রিজ উপহার পেল নারী ফুটবলাররা, মনিকার বাড়িতে নেই বিদ্যুৎ
হত্যার পর ফ্রিজে মায়ের মরদেহ, জামিন পেলেন না ছেলে সাদ
ডিপ ফ্রিজে নারীর মরদেহ: তদন্তে নতুন মোড় নিয়ে যা জানাল র‌্যাব
ছেলে নির্দোষ, নারীকে হত্যার পর ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড়