• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

ব্যবহৃত চা পাতা কাজে লাগাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ১৪:৩২
পুলিশ
ছবি: সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দুই-চার কাপ চা খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। চা পানে দিনভর চাঙা থাকা যায়। চা বানাতে গেলে চা পাতার ব্যবহার তো অবশ্যই হয়ে থাকে। ব্যবহৃত চা পাতা নানা কাজে ব্যবহার করতে পারেন। রূপচর্চা থেকে শুরু করে গাছের সার হিসেবেও রয়েছে এর কার্যকর ব্যবহার। আর চা বানানোর পর পাতা ফেলেই দেওয়া হয়। তবে ব্যবহৃত চা পাতাও যে অনেক কাজে লাগানো যায় এটা অনেকেরই জানা নেই।

ব্যবহৃত চা পাতা যেভাবে কাজে লাগাবেন চলুন জেনে নেওয়া যাক—

গাছের সার
ফোটানো চায়ের পাতা গাছের সার হিসেবে বেশ উপকারী। সেক্ষেত্রে চায়ের পাতা রোদে শুকিয়ে তারপর গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করুন।

জুতার দুর্গন্ধ তাড়াতে
ব্যবহার করা টি ব্যাগ জুতোর ভিতর রেখে দিন। এক ফোঁটা এসেনশিয়াল অয়েলও মেশান। এতে জুতোর দুর্গন্ধ দূর হয়ে যাবে। এ ছাড়াও এ সমস্যা থেকে নিস্তার পেতে গ্রিনটিতে ভরসা রাখতে পারেন। গ্রিনটির পাতা জুতার ভেতরে একদিন রাখলেই গন্ধ দূর হবে।

পোশাকের গন্ধ দূর করতে
বর্ষাকালে আলমারিতে রাখা জামাকাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ হয়ে যায়। কয়েকটি ব্যবহৃত টি ব্যাগ রোদে শুকিয়ে কাগজে মুড়িয়ে আলমারিতে রেখে দিন। দূর হবে গন্ধ।

ডার্ক সার্কেল দূর করতে
অনিদ্রা কিংবা মানসিক চাপে কালচে হয়ে গেছে চোখের নিচের অংশ? ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের উপর দিয়ে শুয়ে থাকুন ১৫ মিনিট। নিয়মিত ব্যবহার করলে দূর হবে ডার্ক সার্কেল।

ক্ষত কমাতে
রান্নাঘরে কাটাকাটি করতে গিয়ে হাত কেটে গেছে? ক্ষত সারানোর জন্য অ্যান্টিসেপটিক কিছু খুঁজছেন? সেক্ষেত্রে অন্য কিছু না খুঁজে চায়ের পাতা ব্যবহার করতে পারেন। কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষত সারাতে কাজে লাগে। এজন্য চায়ের পাতাগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিন। তারপর কেটে যাওয়া জায়গায় লাগান। তাহলে দ্রুত ক্ষত সেরে যাবে।

কন্ডিশনার হিসেবে
শ্যাম্পু করার পর ঠিক মতো কন্ডিশনিং না করলে চুল হয়ে ওঠে নিষ্প্রাণ। সব সময়ে দোকান থেকে কেনা কন্ডিশনার না মেখে প্রাকৃতিক কন্ডিশনার দিয়েও চুলের যত্ন নিতে পারেন। এই রকমই একটি প্রাকৃতিক কন্ডিশনার হলো চা পাতা। এজন্য ফোটানো চায়ের পাতা সিদ্ধ করে নিন। শ্যাম্পু করার পর সেই পানি দিয়ে ধুয়ে নিলে চুল নরম হয়ে উঠবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরোয়া উপাদানেই রাখুন চুলের খেয়াল
চুলে রং করার ঘরোয়া উপায়
কালার করে চুলের দফারফা, যে উপায়ে করবেন সমাধান