• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে আম্বানি দম্পতি, যেমন সাজে দেখা গেল নীতাকে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১৫:১৭
ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে উপস্থিত হয়ে নজর কাড়লেন নীতা এবং মুকেশ আম্বানি। নীতা আম্বানি সবসময়ই তার অনন্য ফ্যাশন সেন্স এবং ব্যক্তিত্বের জন্য প্রশংসিত। অনুষ্ঠানে নীতার অনন্য ফ্যাশন এবং রুচিশীল সাজসজ্জা আবারও প্রমাণ করল তার ফ্যাশন আইকন হিসেবে খ্যাতি। তিনি কেবল একজন শিল্পপতি পরিবারের সদস্যই নন, বরং শৈলীর প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত। কাঞ্জিভরম সিল্কের শাড়ি এবং ঐতিহ্যবাহী গয়না পরে নীতা ভারতীয় সংস্কৃতির চমৎকার প্রতিফলন ঘটিয়েছেন।

নীতা আম্বানি পরেছিলেন কালো রঙের কাঞ্জিভরম সিল্কের শাড়ি, যা সোনালি জরির টেম্পল ডিজাইনে সজ্জিত। শাড়ির দুই ধারে ছিল ফুশিয়া পিঙ্ক ও এমারেল্ড গ্রিন রঙের সরু পাড়। শাড়ির সঙ্গে মিলিয়ে কালো ভেলভেটের গলাবন্ধ, লম্বাহাতা ব্লাউজ পরেছিলেন তিনি, যার হাতায় ছিল বিড্‌সের কাজ। এর উপর তিনি পরেছিলেন কালো রঙের লম্বা ঝুলের কোট।

গয়না বেছে নেওয়ার ক্ষেত্রেও দেখা গিয়েছে নীতার পরিশীলিত রুচি। তার পরনে ছিল হিরা, চুনি ও পান্নাখচিত একটি হার, যার কেন্দ্রবিন্দুতে ছিল একটি প্রায় ২০০ বছরের পুরনো টিয়াপাখির আকারের পান্নার লকেট। কানে ছিল হিরা ও পান্নাখচিত দুল, হাতে ঝলমলে হিরার চুড়ি। এছাড়া আঙুলে একটি হিরার আংটিও দেখা যায় তার।

মেকআপ এবং হেয়ারস্টাইলেও নীতা তার সহজতাকে বজায় রেখেছেন। হালকা মেকআপ, ছোট্ট টিপ, আইলাইনার, কাজল, ন্যুড লিপস্টিক আর দু’গালে হালকা লালচে আভা। সুশোভিত ভ্রুযুগল তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিলো। তার খোঁপায়ও ছিল এক ধরনের পরিমিতি, যা তাকে মানানসই সৌন্দর্য দান করেছে।

অন্যদিকে, মুকেশ আম্বানি এই অনুষ্ঠানে বেছে নিয়েছিলেন খাঁটি পশ্চিমা পোশাক। কালো স্যুট, সাদা শার্ট আর গাঢ় লাল টাই পরা তার চেহারায় ছিল সরল অথচ অভিজাত ভাব।

আরটিভি/জেএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথের দিনে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
শপথের আগের রাতে মঞ্চে ভিন্ন এক ট্রাম্প, নেচে-গেয়ে মাতালেন ভক্তদের
প্রথম দিনেই অভিবাসীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ