ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সুইমিং পুলের পানি থেকে কি চোখের ক্ষতি হয়?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ০৬:৫৮ পিএম


loading/img
ছবি: ফ্রিপিক

গরমের দিন চলে এসেছে। আর এই গরমের দিনে সুইমিং পুলে গোসল ভীষণ স্বস্তির। ঠান্ডা পানিতে একটু সময় কাটাতে ভালবাসে সবাই। কিন্তু এই আরামের মাঝেই লুকিয়ে থাকতে পারে চোখের জন্য বড় বিপদ। চিকিৎসকদের মতে, সুইমিং পুলের পানিতে থাকা ক্লোরিন চোখের মারাত্মক ক্ষতি করতে পারে এবং অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

সাধারণত সুইমিং পুলের পানি জীবাণুমুক্ত রাখতে ক্লোরিন ব্যবহার করা হয়। এটি জীবাণুনাশক হলেও মানুষের শরীরের জন্য একেবারেই নিরাপদ নয়। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় পুলে সাঁতার কাটলে ক্লোরিন চোখে ঢুকে রেটিনার ক্ষতি করতে পারে। এতে চোখ জ্বালা, লাল হওয়া, ফুলে ওঠা, পানি পড়া, চোখে ব্যথা এবং ঝাপসা দেখার মতো উপসর্গ থাকতে পারে — যা অ্যালার্জিক কনজাংটিভাইটিসের লক্ষণ।

চক্ষু বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্লোরিন ঘাম, ত্বকের তেল, প্রসাধনী ইত্যাদির সংস্পর্শে এলে 'ক্লোরামাইন' নামে এক ক্ষতিকর যৌগ তৈরি করে। এই ক্লোরামাইন মূলত চোখ, ত্বক ও চুলের ক্ষতির জন্য দায়ী। চোখের পাশাপাশি এটি ত্বকে অ্যালার্জি এবং কনট্যাক্ট ডার্মাটাইটিসের ঝুঁকিও বাড়ায়।

বিজ্ঞাপন

কীভাবে সাবধান থাকবেন?

সাঁতারের সময় সুইমিং গগলস ব্যবহার করুন:
বিশেষ ধরনের সুইমিং গগলস পরে পুলে নামুন। সাধারণ সানগ্লাস নয়, পানিতে ব্যবহারের উপযুক্ত চশমাই ব্যবহার করুন।

সময় সীমিত রাখুন:
একটানা দীর্ঘ সময় পুলে না থেকে ৩০ মিনিট অন্তর বিরতি নিন। প্রতি বার উঠে এসে চোখ-মুখ ধুয়ে নিন।

বিজ্ঞাপন

পুলে নামার আগে এবং পরে ভালো করে গোসল করুন:
সুইমিং পুলে নামার আগে গোসল করে ত্বক পরিষ্কার রাখুন। পুল থেকে উঠে আবার ভালো করে গোসল করে ক্লোরিন ধুয়ে ফেলুন।

কনট্যাক্ট লেন্স পরে পুলে নামবেন না:
লেন্সে জীবাণু আটকে গিয়ে চোখে সংক্রমণ বা কর্নিয়ার ক্ষতি হতে পারে। তাই কনট্যাক্ট লেন্স পরে পুলে নামবেন না।

চোখে সমস্যা থাকলে পুল এড়িয়ে চলুন:
আগে থেকেই চোখে জ্বালা, চুলকানি থাকলে সুইমিং এড়িয়ে চলাই ভালো।

পুলে থাকার পর চোখে অস্বস্তি হলে সতর্ক হোন:
চোখে জ্বালা বা লালচে ভাব দেখলে সঙ্গে সঙ্গে চোখে নরমাল পানি ছিটিয়ে চোখ পরিষ্কার করুন। সমস্যা না কমলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |