আজ স্বামীর প্রশংসা করার দিন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০১:৪৭ পিএম


আজ স্বামীর প্রশংসা করার দিন
ছবি: ফ্রিপিক

আজ এপ্রিল মাসের তৃতীয় রোববার—একটি বিশেষ দিন, বিশেষ করে বিবাহিত নারীদের জন্য। কারণ আজ ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’, বাংলায় বললে, স্বামীর প্রশংসা করার দিন।

বিজ্ঞাপন

‘ডে'জ অব দ্য ইয়ার’–এর তথ্যমতে, প্রতিবছর এপ্রিলের তৃতীয় রোববার এই দিনটি উদযাপন করা হয়।

আমরা সবাই যেমন মা দিবস, বাবা দিবস বা ভালোবাসা দিবসের কথা জানি, তেমনভাবে এই দিবসের কথা অনেকেই জানি না। তাই হয়তো শুনতে একটু অচেনা লাগতে পারে, যা একেবারে স্বাভাবিক। কারণ এটি আন্তর্জাতিক নয়, বরং যুক্তরাষ্ট্রের একটি জাতীয় দিবস।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে “#স্বামীর_প্রশংসা_দিবস” হ্যাশট্যাগের জোয়ার। স্বামীরা পাচ্ছেন এক এক করে চমকপ্রদ শুভেচ্ছা ও ভালবাসার বার্তা। কেউ শেয়ার করছেন তাদের জীবনের মধুর স্মৃতি, কেউ আবার কৃতজ্ঞতায় ভরিয়ে দিচ্ছেন তাদের জীবনসঙ্গীকে।

Capture

এটি যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হলেও উৎসব বা ভালোবাসা তো আর সীমানা মানে না। চাইলে আপনিও এই দিনটিকে ছোট্ট করে উদযাপন করতে পারেন।

বিজ্ঞাপন

বিভিন্ন মনোবিদের মতে, সম্পর্কের মধ্যে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ একটি সুস্থ ও সুখী দাম্পত্য জীবনের ভিত্তি গড়ে তোলে। তারা বলছেন যে একটি ছোট প্রশংসা কখনো কখনো একটি বড় বন্ধনের সূচনা হতে পারে।

বিজ্ঞাপন

স্বামীকে একটু প্রশংসা করা, তার ছোট ছোট ভালো গুণগুলো মনে করিয়ে দেওয়া—এই সামান্য ব্যাপারগুলো সম্পর্ককে করে তোলে আরও মজবুত, আরও গভীর।

উদযাপন করবেন কীভাবে?

  • খুব সাদামাটাভাবে, নিজের মতো করে।
  • স্বামীর কোনো একটি গুণের প্রশংসা করে দিনটা শুরু করুন।
  • তাকে ছোট কোনো উপহার দিতে পারেন।
  • তার পছন্দের কোনো খাবার রান্না করতে পারেন।
  • বিকেলের সময়টা একসঙ্গে কাটান, একটু ঘোরাঘুরিও হতে পারে।
  • একটা ছোট ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করতে পারেন।

hrfthgrdfhb

এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সম্পর্কগুলোকে করে তোলে আরও সুন্দর। হাসিমুখে বেঁচে থাকার পেছনে এমন সম্পর্কগুলোর বড় ভূমিকা রয়েছে।

আজকের এই দিনটি শুধুই একটি দিন নয়—বরং একটি সুযোগ, একে অপরকে মনে করিয়ে দেওয়ার যে, ভালোবাসা প্রকাশে কোনো সংকোচ নেই। ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতা—এই তিনেই গড়ে ওঠে একটি সুখী সংসার।

তাহলে, আজকের দিনটা একটু আলাদা করে কাটান—স্বামীর প্রশংসায়।

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission