ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

অপরিপক্ক লিচু খেলে শরীরে হতে পারে যে বিপদ 

আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৭:৪৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাজারে মৌসুম শুরুর আগেই দেখা দিয়েছে অপরিপক্ব লিচুর সরবরাহ। যদিও লিচুগুলো এখনও পুরোপুরি পাকেনি। তবুও ভালো দাম পাওয়ার আশায় ব্যবসায়ীরা আগে ভাগেই বাজারে তুলে দিচ্ছেন এসব অপরিপক্ব লিচু। বাজারে এখন যেসব লিচু দেখতে পাওয়া যাচ্ছে এই লিচু কাঁচাপাকা এবং অপরিপক্ব। ব্যবসায়ীরা ১০০ লিচু বিক্রি করছেন ৩০০ থেকে ৩২০ টাকায়,আবার জাত হিসবে হাজার টাকায়। বছরের নতুন ফল হিসেবে এসব অপরিপক্ব লিচুই কিনছেন ক্রেতারা। কিন্তু এই অপরিপক্ক লিচু খেলে শরীরে হতে পারে নানা বিপদ।  

বিজ্ঞাপন

দেখে নিন অপরিপক্ক লিচু খেলে শরীরে যা ঘটে- 

১. হাইপোগ্লাইসেমিয়া: অপরিপক্ক লিচুতে একটি প্রাকৃতিক রাসায়নিক থাকে। এগুলো শরীরের গ্লুকোজ উৎপাদনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, বিশেষ করে যদি খালি পেটে খাওয়া হয়। এতে শিশুরা হঠাৎ করে মারাত্মক হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হতে পারে।

বিজ্ঞাপন

lichu_bazar
 
২. লিচু এনসেফালোপ্যাথি: ভারতে বিহার রাজ্যে ও বাংলাদেশের কিছু এলাকায় প্রতি বছর গ্রীষ্মকালে কিছু শিশু এই রোগে আক্রান্ত হয়। একে লিচু রোগ বলা হয়। এটি মূলত হাইপোগ্লাইসেমিয়ার ফলেই ঘটে এবং মস্তিষ্কে প্রভাব ফেলে।

৩. পেটের সমস্যা: অপরিপক্ক লিচু হজমে সমস্যা তৈরি করতে পারে, যেমন গ্যাস্ট্রিক, পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি।

৪. অ্যালার্জির সম্ভাবনা: কিছু মানুষের ক্ষেত্রে কাঁচা বা আধা-পাকা লিচু খেলে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে, যেমন চুলকানি, র‍্যাশ, শ্বাসকষ্ট।

বিজ্ঞাপন
Advertisement

আরও পড়ুন

পরামর্শ:  লিচু ভালোভাবে পাকা ও পরিষ্কার করে খাওয়া উচিত। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। আর খালি পেটে কখনোই কাঁচা বা আধা-পাকা লিচু খাওয়ানো উচিত নয়। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |