ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বিশ্বের ৯ দামি খাবার, কোটিপতিরাও যা দেখে চোখ কপালে তোলেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৭:৪৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পৃথিবীতে সুস্বাদু খাবারের অভাব নেই। তবে কিছু খাবার আছে, যেগুলোর দাম শুনলে চমকে উঠতে হয়। এতটাই বিলাসবহুল উপকরণ দিয়ে তৈরি হয় এইসব পদ যে ধনী মানুষরাও প্রতিদিন এসব খাওয়ার কথা ভাবতে পারেন না। সোনা, হীরা এমনকি বিরল সব সামগ্রী ব্যবহার হয় এসব খাবারে। দেখে-শুনে মনে হতে পারে, যেন কোনো রাজকীয় স্বপ্নের ভোজ!

বিজ্ঞাপন

নিচে রইল বিশ্বের সবচেয়ে দামি ৯টি খাবারের তালিকা:

ফ্রোজেন হট চকলেট: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

hrfthgrdfhb
বিশ্বের সবচেয়ে দামি এই চকলেট ড্রিঙ্কটির দাম প্রায় ১৮ লাখ টাকা। নিউ ইয়র্কের ‘সেরেন্ডিপিটি ৩’ রেস্তোরাঁয় পাওয়া যায় এই পানীয়, যাতে থাকে ২৮ রকমের বিরল কোকো, সোনার পাত ও হীরে খচিত চামচ। বিলাসিতার সব সীমা ছাড়িয়ে গেছে এতে।

বুদ্ধ জাম্পস ওভার দ্য ওয়াল: বেইজিং, চীন
এই স্যুপের নাম যেমন অভিনব, দামও তেমন চমকপ্রদ—প্রায় ১৫ লাখ টাকা। এতে থাকে হাঙরের পাখনা, অ্যাবালোন ও জাপানি মাশরুমের মতো দামি উপাদান। বেইজিংয়ের এক বিলাসবহুল হোটেলে অর্ডার অনুযায়ী প্রস্তুত হয় এই স্যুপ।

লুইস থার্টিন পিৎজা: সালার্নো, ইতালি

বিজ্ঞাপন

Photo-card-English-Update-Recovered
এই পিৎজা তৈরি করতে সময় লাগে পুরো ৭২ ঘণ্টা। দাম প্রায় ৯ লাখ টাকা। ওপর দিয়ে সাজানো হয় ক্যাভিয়ার, নরওয়েজিয়ান লবস্টার এবং দামী ওয়াইন মিশ্রিত উপকরণ। এটি প্রস্তুত করেন তিনজন পেশাদার শেফ।

বিজ্ঞাপন

মিলিয়ন ডলার লবস্টার ফ্রিটাটা: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

Photo-Card-Online-.-.
একটি সাধারণ অমলেট নয়, এটি তৈরি হয় ক্যাভিয়ার ও লবস্টার দিয়ে। দাম প্রায় ৬.৫ লাখ টাকা। নিউ ইয়র্কের ‘লা পার্কার মেরিডিয়ান’ হোটেলে পরিবেশিত হয় এই বিলাসবহুল খাবার, যার ছোট সংস্করণও বিক্রি হয় প্রায় ৮ হাজার টাকায়।

ফ্লোরবার্গার ৫০০০: লাস ভেগাস, যুক্তরাষ্ট্র
ওয়াগিউ গরুর মাংস, ফোয়ে গ্রাস এবং কালো ট্রাফল—এই উপাদানে তৈরি বার্গারটির দাম প্রায় ৪ লাখ টাকা। সঙ্গে পরিবেশন করা হয় দামি চ্যাটো পেট্রাস ওয়াইন। একটি অভিজাত অভিজ্ঞতা বলা যায় একে।

ফোর্ট্রেস শিল্ড ফিশারম্যান ইনডালজেন্স: শ্রীলঙ্কা
প্রায় ৩ লাখ টাকা দামের এই ডেসার্টটি পাওয়া যায় শ্রীলঙ্কার ফোর্ট্রেস রিসোর্টে। এতে থাকে চকলেট, আইরিশ ক্রিম ও সোনার পাতা। পরিবেশনের সময় সঙ্গে দেওয়া হয় একটি রূপার জেলের মূর্তি, যা অতিথিরা স্মারক হিসেবে রাখতে পারেন।

সামুন্দরি খাজানা কারি: লন্ডন, যুক্তরাজ্য

Photo-card-English-Update-Recovered
লন্ডনের ‘বোম্বে ব্রাসেরি’-তে পাওয়া যায় এই কারির আইটেমটি। দাম প্রায় ২.৫ লাখ টাকা। এতে ব্যবহৃত হয় গলদা চিংড়ি, ডেভন কাঁকড়া, ক্যাভিয়ার ও ২৪ ক্যারেট সোনার আবরণ। 

২৪কে পিৎজা: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
‘ইন্ডাস্ট্রি কিচেন’ রেস্তোরাঁয় তৈরি এই পিৎজাটির দাম প্রায় ১.৫ লাখ টাকা। উপরে থাকে ২৪ ক্যারেট সোনা, ওয়াগিউ বিফ, কালো ট্রাফল ও ফোয়ে গ্রা। অবশ্যই অগ্রিম অর্ডার দিতে হয় এই রাজকীয় পিৎজা খেতে চাইলে।

গোল্ডেন অপুলেন্স সানডে: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

hrfthgrdfhb
‘সেরেন্ডিপিটি ৩’-এ পরিবেশিত হয় এই দুর্দান্ত ডেজার্টটি, যার দাম ৭৫ হাজার টাকা। এতে থাকে ভ্যানিলা আইসক্রিম, বিরল চকলেট, ট্রাফল এবং সোনার পাতা। পরিবেশন করা হয় স্ফটিকের গ্লাসে, যা অতিথি যাবার সময় নিয়ে যেতে পারেন।

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |