ঢাকাশুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

পানিতে হলুদ মেশানোর ট্রেন্ড যেভাবে শুরু হলো

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ১০:২৫ এএম


loading/img
‘টিংকারবেল টারমারিক ট্রেন্ড’

‘টিংকারবেল টারমারিক ট্রেন্ড’ বলতে যা বোঝানো হচ্ছে, সেটা মূলত একটা ভিজ্যুয়াল এফেক্ট ভিত্তিক টিকটক/রিল ট্রেন্ড। যেখানে, অন্ধকার ঘরে ফ্ল্যাশলাইট অন করে স্বচ্ছ গ্লাসে পানি নিয়ে গুঁড়া হলুদ ধীরে ধীরে মেশানো হয়। আর ব্যাকগ্রাউন্ডে বাজে শাহরুখ খানের গান ‘ম্যায় আগার কাহু’ সেই সাথে হলুদ ধীরে পানিতে ছড়িয়ে আলো ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ ট্রেন্ডে অংশ নিতে প্রয়োজন নেই কোনো দামি যন্ত্রপাতির- শুধু একটি কাচের গ্লাস, এক চিমটি হলুদ গুঁড়া, মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট আর পানি। এতেই তৈরি হচ্ছে চোখ ধাঁধানো এক আলোঝলমলে দৃশ্য।

গত ১৪ জুন টিকটকে একটি ভিডিও পোস্ট করেন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেন। ভিডিওতে দেখা যায়- প্রায় অন্ধকার একটি ঘরে একটি কাচের গ্লাসে গুঁড়া হলুদ ঢালছেন তিনি। হঠাৎ হলুদাভ আলোয় পূর্ণ হয়ে গেল ঘর।

সঙ্গে সঙ্গে বাজতে লাগল ‘ম্যায় আগার কাহু’র সুর। আর তাতে বিস্মিত পুষ্পার সঙ্গীরা। ব্যস, সেই থেকে ভিডিওটি ভাইরাল! মালয়েশিয়া থেকে শুরু, ফলে সে দেশে তো বটেই, ভিডিও ট্রেন্ডটি ভাইরাল বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাইরাল হওয়ার কারণ?  
দেখতে মনোমুগ্ধকর।
সহজে বানানো যায়।
আবেগী গান যুক্ত হওয়ায় নাটকীয়তা বাড়ে।
সবাই নিজের মতো ভিন্নভাবে করে মজা পাচ্ছে।
নির্দোষ, হাস্যকর কিংবা সৃজনশীল কন্টেন্ট তৈরি করা যায়।
আরটিভি/এসআরএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |