ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

জেনে নিন বদহজমের অজানা কারণ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮ , ০২:৫২ পিএম


loading/img

এটা স্বীকার করতেই হবে, সবাই জীবনের কোনও না কোনও সময় বদহজমের সমস্যায় ভুগেছেন। আর এটা জানা খুবই জরুরী যে, কোন কারণে হয়ে থাকে এ রোগটি। পীড়াদায়ক এ রোগটির বেশকিছু কারণ আছে যেগুলো অনেকেই জানেন না। এনডিটিভি অবলম্বনে জেনে নিই বদহজমের অজানা কারণগুলো।

বিজ্ঞাপন

দুশ্চিন্তা ও চাপ

আপনি যদি কোনোরকমের দুশ্চিন্তার মধ্যে থাকেন, আপনার শরীরে হরমোনের পরিবর্তন ঘটে থাকে। শরীরের কর্টিসোল লেভেল বেড়ে যাওয়ার ফলে খাদ্য হজমে ব্যাঘাত ঘটে।

বিজ্ঞাপন

অন্যান্য হজমসংক্রান্ত সমস্যা

মাঝে মাঝে বদহজম হয় শরীরের ভেতরে জমে থাকা অন্যান্য রোগ থেকেও। গ্যাস্ট্রিক, গলগণ্ড, পেপটিক আলসার এবং অগ্নাশয়ের সমস্যার কারণেও হতে পারে বদহজম।

-----------------------------------------------------------------
আরও পড়ুন : ভক্তদের জন্য ব্রাজিলিয়ান স্ন্যাকস ‘কোশিনিয়া’
-----------------------------------------------------------------

বিজ্ঞাপন

ধূমপান

বিজ্ঞাপন

ধূমপানে শারীরিক ক্ষতির কোনও শেষ নেই। অন্যান্য সকল সমস্যার সাথে হজমেও ব্যাঘাত ঘটায় ধূমপান। সিগারেটের মধ্যে থাকা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ শরীরের হজমে সহায়ক এনজাইমগুলোকে মেরে ফেলে। এর ফলে দীর্ঘক্ষণ ধরে আপনার শরীর কোন খাবার হজম করতে পারে না।

ভরপেট খাওয়ার পর ব্যায়াম

ব্যায়াম করা শরীরের জন্য খুবই দরকারি। কিন্তু ভরপেট খেয়ে ব্যায়াম করলে হতে পারে বদহজম।

অত্যধিক পরিমাণে ওষুধ খাওয়া

বেশি পরিমাণে ওষুধ খেলে আপনার শরীরের এসিড লেভেলে তারতম্য ঘটে। এতে করে হজমে দেখা দেয় সমস্যা।

বাজে খাদ্যাভ্যাস

বদহজমের সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার খাদ্যাভ্যাস। তাই ছোট ছোট গ্রাসে করে খাবার আস্তে আস্তে খাওয়া উচিত।

অতিরিক্ত মদ্যপান

অতিরিক্ত মদ্যপানে দেখা দিতে পারে বদহজমের সমস্যা। বেশি মদ্যপান আপনার শরীর থেকে পানি সরিয়ে কোষকে সংকুচিত করে তুলে। এতে করে পানি স্বল্পতায় ভুগে আপনার বদহজম হয়।

 

আরও পড়ুন :  

   রক্তশূন্যতার যে লক্ষণগুলো অবহেলা করতে নেই

কেএইচ/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |