সময়ের সাথে তাল মিলিয়ে বাড়ছে মানুষের পেশাকেন্দ্রিক চিন্তাভাবনা। বর্তমান সময়ে সংবাদ উপস্থাপনা একটি মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় পেশা। অনেকেই এখন এ পেশায় নিজের ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহী।
বিজ্ঞাপন
একটা সময় ছিলো, যখন খবর পাঠক শুধু সুনির্দিষ্ট স্ক্রিপ্ট পড়তো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন সংবাদ উপস্থাপনায়ও এসেছে কিছু পরিবর্তন। তাই সঠিক ও সুন্দরভাবে সংবাদ উপস্থাপনার জন্যও চাই কিছু কৌশল। তাহলে জেনে নেয়া যাক সংবাদ উপস্থাপনার কিছু টিপস।
- প্রচুর বই পড়ে জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে
- কথাবার্তা, আচার-আচরণ এমন হতে হবে, যাতে দর্শক বুঝতে পারে
- প্রতিটি সেকেন্ডের সঙ্গে সঙ্গে আধুনিক হতে হবে
- কোন শব্দটি জোর দিয়ে পড়তে হবে এবং কোনটিতে যতি চিহ্ন ব্যবহার কীভাবে করতে হবে, সে সম্পর্কে ভালোভাবে জেনে সংবাদ উপস্থাপন করতে হবে
- শুদ্ধ বাংলা উচ্চারণের পাশাপাশি ইংরেজী শব্দের উপর দক্ষতা থাকতে হবে
- দেশ-বিদেশের সংবাদ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আপ টু ডেট হতে হবে
- প্রথমে নিজে যে সংবাদ পড়বেন, তা বুঝতে হবে, তা নাহলে দর্শককে বোঝাবেন কীভাবে
- সংবাদ উপস্থাপনের বেলায় চটপটে, বুদ্ধিদীপ্ত ও আত্মবিশ্বাসী হতে হবে
- নিরপেক্ষভাবে একেক সংবাদের একেকরকম অভিব্যক্তি ও কন্ঠের পরিবর্তন আনতে হবে
- সংবাদ উপস্থাপক হচ্ছেন শেষ সম্পাদক, তাই খবরের মধ্যে কোথাও ভুল থাকলে নিজ দায়িত্বে সংশোধন করে পড়তে হবে, কারণ আপনার খবর শুনেইতো দর্শক অনেক কিছু জানবে
- প্রতিবেদক, চিত্রগ্রাহক, সম্পাদক, সংবাদ প্রযোজক- সবার ধরন সম্পর্কে জেনে সচেতনভাবে সংবাদ উপস্থাপন করতে হবে
আরকে/এসজেড