• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

যেভাবে পেঁয়াজ কাটলে চোখে আসবে না পানি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০১৯, ১৯:৫৪
সংগৃহীত ছবি

পেঁয়াজ কাটার সঙ্গে সঙ্গেই চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি। এজন্য এটা কাটতে চান না অনেকে। কিংবা কাটলেও অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তবে কয়েকটি পদ্ধতি মেনে পেঁয়াজ কাটলে চোখে পানি আসবে না। দেখে নিন সেই পদ্ধতিগুলো-

  • পেঁয়াজের গোঁড়ার অংশটি (অর্থাৎ যেখানে মূল থাকে) ভালো করে কেটে ফেলে দিন। একইসঙ্গে প্রথম আস্তরটিও ফেলে দিন। কেননা, বেশিরভাগ এনজাইম থাকে এই গোঁড়ায় ও ওপরের আস্তরণে।
  • পেঁয়াজ এক ঘণ্টার মতো ফ্রিজে রেখেও কেটে দেখতে পারেন। একদমই চোখ জ্বালা করবে না।
  • পেঁয়াজ কুচি করতে চান? পেঁয়াজের শুকনো খোসা ছাড়িয়ে টুকরো করে পানিতে ভিজিয়ে রাখুন। বেশ খানিকটা সময় পর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন চোখ জ্বলবে না।
  • পেঁয়াজ কাটার সময়ে ধারালো ছুরি বা বটি ব্যবহার করুন। এতে কোষগুলো কম ক্ষতিগ্রস্ত হবে। ফলে এনজাইম কম নিঃসৃত হবে আর চোখও জ্বলবে কম।
  • চপিংবোর্ডে ভিনেগার মাখিয়ে নিয়ে তারপর পেঁয়াজ কাটুন। ভিনেগারের এসিড এনজাইমকে নিষ্ক্রিয় করে দেয়।
  • লবণ পানিতে পেঁয়াজ ভিজিয়ে রাখুন পনেরো মিনিটের মতো, তারপর কাটুন। একদম চোখ জ্বালা করবে না।

ডি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিটামিন ই ক্যাপসুল বেশি খেলে হতে পারে যেসব সমস্যা
আইফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে যে তিন পরামর্শ দিলো অ্যাপল
মাহফিলের ব্যবস্থাপনা নিয়ে যে পরামর্শ দিলেন আজহারী
ত্বক ফর্সা করার ক্রিম থেকে হতে পারে কিডনির সমস্যা