• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মজাদার ছানার পায়েস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জানুয়ারি ২০২০, ১৪:১৬
মজাদার ছানার পায়েস
ছানার পায়েস

দাওয়াত ও উৎসবের একটি অন্যতম আকর্ষণ হলো বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার । আর এসব খাবারের মধ্যে পায়েস অন্যতম একটি। চালের পায়েস তো অহরহই খাওয়া হয় সবার বাড়িতেই। কিন্তু বিশেষ আয়োজনে একটু ভিন্নতা আনতে পারে ছানার পায়েস। ছানার পায়েস খেতে অত্যন্ত সুস্বাদু এবং এই মিষ্টিটি বানানোও খুব সহজ।

চলুন তবে দেখে নেয়া যাক ছানার পায়েসের রেসিপিটি।

ছানা তৈরিতে যা যা লাগবে
দুধ ২ লিটার, ভিনেগার ৩ টেবিলচামচ, সুতি বা মসলিন নরম কাপড়।

ছানা তৈরির প্রক্রিয়া

দুধ চুলায় দিয়ে ফুটতে শুরু করলে চুলা বন্ধ করে দিন।

ভিনেগারের সাথে ২ টেবিলচামচ পানি মিশিয়ে অল্প অল্প করে দুধে মিশাতে থাকুন। দুধ ফেটে সবুজ পানি আলাদা হয়ে গেলে ছানা কাপড়ে ছেকে ফেলুন।

কয়েকবার ধুয়ে নিন যাতে টকভাব দূর হয়ে যায়। ভালো করে না ধুলে ছানা দুধে দিলে দুধ ফেটে যেতে পারে। ঠাণ্ডা করে ছানার কাপড়ের পুতলি চেপে পানি বের করে উচু জায়গাতে ঝুলিয়ে রাখুন ৩০ মিনিট।

পায়েস তৈরি

দুধ ২ লিটার, এলাচ ৩-৪টি, দারচিনি ১ পিস, বাদাম কুচি ১/২ কাপ, গুড়ো দুধ ১/২ কাপ, চিনি পরিমানমত বা ১ কাপ, কেওড়াজল ১/২ চা চামচ, ঘি ২ টেবিলচামচ।

যেভাবে তৈরি করতে হবে

ছানা দুই ভাগ করে নিন। একভাগ ভালো করে মথে নিন। চুলাতে ১ কাপ চিনি ও ৩ কাপ পানি দিয়ে ফুটতে দিন। এখন মথে নেয়া ছানা ছোট বলের মত করে নিন বা পছন্দমতো আকারে কেটে নিন। এই ছানা ফুটন্ত সিরাতে দিয়ে ঢেকে ৫ মিনিট বেশি আচে ফুটিয়ে চুলা বন্ধ করে দিন (রসগোল্লারমতো)।
আরও কিছু ছানা নিন। প্যানে ঘি দিয়ে এই ছানা দিয়ে অল্প আচে ভেজে নিন। ৩-৪ মিনিটের মত সময় লাগবে যাতে ছানার কাচা ঘ্রানটা চলে যায়। কিছুটা ঠাণ্ডা করে হাত দিয়ে ঝুরঝুরা করে নিন।

দুধ, এলাচ, দারচিনি হাড়িতে দিয়ে কিছুটা ঘন করে নিন। এখন ছানার বলগুলো সিরা থেকে তুলে পানি ছকে নিন।

দুধে চিনি, ছানার বল, ছানার ঝুরা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প আচে রান্না করুন। গুড় দুধ দিয়ে দুধ ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।

ঠাণ্ডা করে বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।

এস/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনাজপুরে ‘বাঁশের চালে’ রান্না হচ্ছে ভাত-পায়েস