• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আবহাওয়া ঠাণ্ডা থাকলে বাড়তে পারে করোনা সংক্রমণ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০২০, ০৯:৪৬
আবহাওয়া ঠাণ্ডা থাকলে বাড়তে পারে করোনা সংক্রমণ
প্রতিকী ছবি

ঝড়-বৃষ্টি আর ঠাণ্ডা আবহাওয়ার কারণে কোভিড-19 করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে এ সময় বাজারে- দোকানে ভিড় না বাড়িয়ে দূরত্ব রক্ষার নিয়ম মানতে হবে।

এই ভাইরাসটির চরিত্র সম্পর্কে নানান তথ্য জানতে বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন।

মেডিসিন বিশেষজ্ঞ সুকুমার মুখোপাধ্যায় বলেন, সুনিশ্চিত প্রমাণ না থাকলেও দেখা গেছে– ইউরোপ-আমেরিকার যেসব অঞ্চলের গড় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কম, সেখানে এই ভাইরাসের প্রকোপ তুলনামূলকভাবে খুব বেশি। আর কড়া রোদ্দুর ও বেশি আপেক্ষিক আদ্রতায় করোনা কিছুটা স্তিমিত হয়ে পড়ে।

সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে কমিউনিটি ট্রান্সমিশনের প্রকোপ কিছুটা কমে বলে মনে করেন সুকুমার মুখোপাধ্যায়।

ক্রিটিক্যাল কেয়ারবিষয়ক চিকিৎসক দীপঙ্কর সরকার বলেন, গরমের সময় নিম্নচাপের বৃষ্টিতে পরিবেশ ঠাণ্ডা হলে ভাইরাস সর্দি-জ্বরের প্রকোপ বেড়ে যায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ে। করোনা নতুন ভাইরাস হলেও এর ব্যতিক্রম নয়।

সূত্র: আনন্দবাজার

এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
ঢাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ,’ বেশি দূষণ যেসব এলাকায়
পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল বন্ধ