সারা বিশ্বে প্রাণঘাতী কোভিড-19 করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বিশ্বের অর্ধেকের বেশি মানুষ লকডাউনের কারণে ঘরবন্দী হয়ে পড়েছে। দৈনন্দিন জীবন এলোমেলো হয়ে গেছে, সবাই সামাজিক দূরত্ব বজায় রাখছে। এই ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থেকে, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার নীতি মেনে চলে হবে। এই ভাইরাস কিভাবে ছড়ায় সেটাও আমাদের জানতে হবে।
করোনাভাইরাস কাপড়- টাকায় ২৪ ঘন্টা, মাস্কে সাতদিন, শক্ত কোনো কিছুর উপরে বেশ কয়েক ঘণ্টা বেঁচে থাকতে পারে। অর্থাৎ প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্র, ঘরের মেঝে এবং আসবাবপত্রের উপরিতলে এটি অবস্থান করতে পারে।
প্রাণঘাতী এই ভাইরাস কার্ডবোর্ডে ২৪ ঘন্টা এবং প্লাস্টিকের উপরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এর আগে করোনা রোগীদের মলে ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এসি থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস। বাইরে থেকে আনা পলিথিনের মাধ্যমেও করোনাভাইরাস ছড়ায়।
এখন কথা হলো সম্প্রতি জানা গেছে, খাবার টেবিলে কত দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে যায়, জাপানে তা পরীক্ষামূলকভাবে দেখা হয়। জীবাণু বিশেষজ্ঞদের সহায়তায় জাপানের ব্রডকাস্টিং অ্যাজেন্সি এনএইচকে এটি পরীক্ষা করে দেখেছে। তাতে দেখা হয়, বেশ কিছু মানুষ যেখানে একসঙ্গে বসে খাবার খায়, সেখানে কত দ্রুত ভাইরাস ছড়িয়ে যায়। যাত্রীবাহী জাহাজে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার বিষয়টি মাথায় রেখে এ ধরনের পরীক্ষা চালানো হয়।
বিশেষজ্ঞদের ধারণা, যাত্রীবাহী জাহাজে খাবার জায়গা থেকে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। কারণ, সেখানে সবাই যায় এবং টেবিল কিংবা অন্যান্য জিনিস স্পর্শ করে।
পরীক্ষায় ১০ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে একজনকে ‘আক্রান্ত’ রাখা হয়। মাত্র ৩০ মিনিট পর দেখা যায়, সেখানে বসে খাবার খাওয়া ১০ জনের হাতেই ভাইরাসটি পৌঁছে গেছে।
সূত্র: নিউজ৯
এস