• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

লকডাউনে হাতের কাছে রাখবেন যেসব জিনিস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ মে ২০২০, ২০:৫৬
With 'First Aid Box', any accident can be dealt with very quickly and easily
ফাইল ছবি

কোভিড-19 করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া এ সময় ঘর থেকে বের না হওয়াই ভালো। ঘরবন্দির এই সময়ে ছোট দুর্ঘটনা ঘটতে পারে এটাই স্বাভাবিক। এই সময়ে ছোট দুর্ঘটনায় বাড়তি সতর্কতা হিসেবে তাদের কাছেই রাখতে পারেন কিছু প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম।

প্রয়োজনের সময় 'ফার্স্ট এইড বক্স' সাথে থাকলে খুব দ্রুত ও সহজেই যেকোনও দুর্ঘটনা মোকাবেলা করা যায়। গুছিয়ে নিতে পারেন একটি 'ফার্স্ট এইড বক্স'। জেনে নিন যেভাবে গোছাবেন 'ফার্স্ট এইড বক্স'-

১. পরিষ্কার একটি বক্স ও একটি অ্যান্টিসেপটিক লিকুইড অথবা ক্রিম।

২. ছোট তুলার প্যাকেট, এক রিম গজ ও একটি ছোট কাঁচি।

৩. থার্মোমিটার।

৪. কিছু গ্লাভস ও মাস্ক সংরক্ষণে রাখতে পারেন।

৫. হ্যান্ড স্যানিটাইজার।

৬. একটি সার্জিক্যাল টেপ, কিছু ওয়ানটাইম ইউজ ব্যান্ড এইড ও একটি ফরসেপ (চিমটা)।

৭. ব্যথা নাশক ও গ্যাস্ট্রিকের ওষুধ ও একটি বাম।

৮. প্রেসার বা ডায়াবেটিস মাপার যন্ত্র।

তবে যে কোনও কিছুই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না।

এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক সপ্তাহে ডেঙ্গুতে গেল ৩৯ প্রাণ
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৪
স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব সাইদুর রহমান
চাকরি দেবে আড়ং, পাবেন স্বাস্থ্য ও জীবন বিমা