মাধুরী দীক্ষিত, যিনি বয়সকে কখনোই কোনো বাধা মনে করেননি, সম্প্রতি গাঢ় রঙের লাল শাড়ি পরা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা দেখার পর মনে হয়, বয়স তো শুধু একটা সংখ্যা মাত্র। আজও তার শোভা এবং রূপে সমানভাবে মুগ্ধ করেন সবাইকে।
বয়স বাড়ার সঙ্গে অনেকেই পোশাকের রং এবং সাজ নিয়ে চিন্তা করতে শুরু করেন, তবে মাধুরী তা মেনে চলেন না। অনেকেই বয়স বাড়লে গাঢ় রঙের পোশাক পরতে আগ্রহী হন না, কিন্তু মাধুরী যে ধরনের সাহসী সিদ্ধান্ত নেন, তাতে বয়সের কোনো বাধা নেই।
সম্প্রতি মাধুরী গাঢ় লাল ভেলভেট শাড়ি পরা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে শাড়ির প্রান্তে সোনালি এমব্রয়ডারি এবং ফুলেল নকশা ফুটে উঠেছে। শাড়ির সঙ্গে হালকা সোনালি শ্যাম্পেন রঙের ব্যাকলেস ব্লাউজ পরেছিলেন তিনি। পোশাকশিল্পী শ্যামল এবং ভূমিকা এই অনন্য সাজে তাকে সাজিয়েছেন।
মাধুরীর সাজে আরও একটি আকর্ষণীয় দিক ছিল তার গয়না। সোনালি সাজের পরিবর্তে তিনি বেছে নিয়েছেন সাদা মুক্তার চোকার, সাথে হিরার ফুলকারি লকেট এবং একটি জোড়া হিরার দুল। মেকআপ ছিল স্লিক এবং সাবলীল, যেন পোশাকের সাথে ভারসাম্য বজায় রাখা যায়—হালকা বেস, মায়াবী লাইনার, মাস্কারার পরত, ন্যুড লিপস্টিক এবং গালে লালচে আভা ছড়ানো ‘ডিউয়ি’ মেকআপ।
মাধুরী দীক্ষিত যেন বারবারই প্রমাণ করছেন, বয়স কোনো বাধাই নয়।
আরটিভি/জেএম/এস