ঢাকাশনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে দিনটি

জ্যোতিষশাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী

মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ , ১০:৪৪ পিএম


loading/img
রাশিফল

১ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ

বিজ্ঞাপন

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি কন্যা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : রবি ও বুধ। ১ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর রবির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা : ১, ১০, ১৯, ২৮। আপনার শুভ বর্ণ : কমলা ও সবুজ। শুভ গ্রহ ও বার : রবি ও বুধ। শুভ রত্ন : রুবী ও পান্না।

আজকের দিনের শুভ রং : আজ আপনার জন্য কমলা ও সবুজ বর্ণ সৌভাগ্য বয়ে আনবে।

বিজ্ঞাপন

আজকের দিনের শুভ সময় : জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময় সকাল : ৫:৫০-৭:৩২, ১০:০১-১১:৪০, দুপুর : ২:০৯-৫:২৭, রাত : ৭:০৩-১০:৫৫ পর্যন্ত।

আজকের দিনের বর্জিত খাদ্য : আজ শেষ রাত : ৪:৪৩ এর মধ্যে শিমের পর পুঁইশাক খাওয়া নিষেধ। 

চন্দ্রের অবস্থান : আজ চন্দ্র মিথুন রাশিতে। ১০মী তিথি শেষ রাত : ৪:৪৩ পর্যন্ত পরে ১১শী তিথি চলবে।

বিজ্ঞাপন

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) : ছোট ভাই-বোনের কর্ম লাভের প্রচেষ্টায় সফল হবেন। গণমাধ্যম-কর্মীদের কর্ম পরিবর্তনের সুবর্ণ সুযোগ আসতে পারে। বিদেশ থেকে সাফল্য জনক সংবাদ লাভের আশা। অনলাইনের যোগাযোগে অগ্রগতি হবে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা নতুন অর্ডার আশা করতে পারেন। ছাপাখানা ও মুদ্রণ ব্যবসায়ীদের দৈন্যদশা লাঘব হতে চলেছে।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) : বকেয়া অর্থ আদায়ের জন্য আজ তাগাদা দিতে হবে। সঞ্চয়ের চেষ্টায় অগ্রগতি আশা করতে পারেন। খুচরা ও পাইকারি ব্যবসা-বাণিজ্যে কাঙ্ক্ষিত মুনাফা লাভের যোগ। হোটেল-রেস্তোরা ব্যবসায়ীদের আয়-রোজগার বৃদ্ধির দিন। বাড়িতে প্রবাসী শ্যালক-শ্যালিকার আগমন হতে চলেছে। সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রিত হওয়ার সুযোগ।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন) : দিনটি আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে। নিজের ওপর আস্থা ও দক্ষতা থাকলে আজ সফল হতে পারবেন। কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। শারীরিকভাবে আজ থাকবেন চাঙা। ব্যবসায়ীকভাবে নতুন কোনো কাজের সুযোগ আসবে। আয়-রোজগারের চেষ্টা হবে সফল।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) : আজ দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের আয়-রোজগার বৃদ্ধির দিন। সাংসারিক প্রয়োজনে ব্যয় করতে হবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা নতুন কাজের চেষ্টায় সফল হবেন। রিক্রুটিং এজেন্সি ব্যবসায় লাভের আশা। বিদেশ যাত্রায় চলতে থাকা বাধা কাটতে শুরু করবে। বৈদেশিক বাণিজ্যে আশানুরূপ সফল হতে পারবেন।

সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট) : ব্যবসায়ীকভাবে দিনটি এগিয়ে যাওয়ার। ঠিকাদারি কাজের নতুন চুক্তি হতে চলেছে। নতুনভাবে ব্যবসাকে ঢেলে সাজাতে পারেন। বন্ধুর উপর বিশ্বাস আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। চাকরিজীবীরা বকেয়া বেতন আদায় করতে সক্ষম হবেন। বেকারদের নতুন আয়-রোজগারের সুযোগ আসতে চলেছে।

কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর) : আজ চাকরিজীবীদের জন্য দিনটি হতে পারে হারানো সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের। পদস্থ কর্মকর্তার সঙ্গে চলতে থাকা সংঘাতের অবসান আশা করতে পারেন। বাবার কাছ থেকে আশীর্বাদ লাভের দিন। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারবেন। নতুন কর্মস্থলে যোগদানের সুযোগ আসবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) : ভাগ্য উন্নতির দিন। একটু চেষ্টা করলে বিদেশ সংক্রান্ত বিষয়ে সফল হতে পারবেন। আয়-রোজগারে হবে অগ্রগতি। উচ্চ শিক্ষার্থে দূরের যাত্রা আপনার জন্য শুভ হবে। বৈদেশিক বাণিজ্যে চলতে থাকা সকল জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। প্রবাসীদের কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সম্ভাবনা প্রবল।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর) : আর্থিক ঝুঁকি নিয়ে আজ সফল হওয়ার আশা। শেয়ার ব্যবসায় কাঙ্ক্ষিত লাভের সুযোগ পাবেন। ব্যবসায়ীক দায়-দেনা পরিশোধের জন্য ব্যাংক থেকে টাকা উঠানোর প্রয়োজন পড়তে পারে। দূরের যাত্রায় হতে হবে সতর্ক। চিকিৎসার প্রয়োজনে অর্থ ব্যয় হতে চলেছে। পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) : সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর পূর্ণ সাহায্য পাবেন। অংশীদারি ব্যবসায় চলতে থাকা বাধা হবে দূর। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত আয়ের সুযোগ পেয়ে যাবেন। ব্যবসা-বাণিজ্যে কোনো আত্মীয়ের সাহায্য পাওয়ার আশা। নগদ অর্থের সংকট কমে আসবে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) : কর্মস্থলে আজ সহকর্মী বিরোধ মিটিয়ে ফেলতে সক্ষম হবেন। আয়-রোজগারের ক্ষেত্রে সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের পূর্ণ সাহায্য পাওয়ার আশা। শারীরিক ও মানসিক অবসাদ ধীরে ধীরে কাটতে শুরু করবে। চাকরি ক্ষেত্রে অনৈতিক কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা। সাবধানে থাকতে হবে। দুঃসময়ের বাজারে চাকরি হারানোর ভয়।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) : স্বাধীন পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আয়-রোজগারের ক্ষেত্রে চলতে থাকা বাধা কাটিয়ে উঠতে পারবেন। অভিনয় শিল্পী ও ক্রীড়াবিদদের চাকরির আলোচনায় সফলতা আশা করা যায়। সন্তানের বিদেশে সাফল্য লাভের সংবাদ পেতে পারেন। প্রেম-ভালোবাসায় চলতে থাকা দূরত্ব কমতে শুরু করবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) : আজ আপনার স্বপ্ন পূরণের সুযোগ আসবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে হবে অগ্রগতি। স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারেন। পরিবারের সকল সদস্যদের সাহায্য লাভের আশা। ব্যক্তিজীবনের টানাপোড়নগুলো কাটিয়ে উঠতে পারলে সফল হতে পারবেন। কর্মস্থলে আজ নতুন দায়িত্ব পাবেন।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |