গায়ানায় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়।
সিরিজে একটি করে ম্যাচ জিতেছে উভয় দল। তাই এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অনেকটা অলিখিত ফাইনাল। এছাড়া গেলো ২৬ বছরে ক্যারিবিয়দের কাছে ওয়ানডে সিরিজ হারেনি পাকিস্তান।
তাই এই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা।
অন্যদিকে ১৯৯১ সালের পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে মুখিয়ে ক্যারিবিয়রাও। প্রথম ম্যাচে পাকিস্তানের ৩০৮ রানের লক্ষ্য সহজেই পাড়ি দেয় ওয়েস্ট ইন্ডিজ।
তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ২৮৩ রানের লক্ষ্যই পার হতে পারেনি তারা। তবে আগের ম্যাচের সব ভুল শুধরে সিরিজ জিততে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ।
ওয়াই/এমকে