ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

ট্যুরিস্ট ভিসা চালু করতে আরও সময় লাগবে: ভারতীয় হাইকমিশনার

আরটিভি নিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২০ , ০২:০৩ পিএম


loading/img
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন,করোনাভাইরাসের প্রকোপের কারণে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করতে আরও সময় লাগবে। এখনই ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না।

বিজ্ঞাপন

আজ সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছি। আমরা সব ধরনের ভিসা চালুর চেষ্টা করছি। তবে এই মহামারির সময়ে ট্যুরিস্ট ভিসা চালু করতে আরও কিছু সময় লাগবে। এয়ার বাবল (বাণিজ্যিক ফ্লাইট) চালুর প্রক্রিয়া চলছে। এটি খুব শিগগিরই চালু হবে।

বিজ্ঞাপন

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে। তিস্তাসহ অন্য অমীমাংশিত বিষয়ে সমাধানের জন্য প্রক্রিয়া এগিয়ে চলছে। ট্যুরিস্ট  ভিসার প্রক্রিয়া শুরুর বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।  ভারতের সাথে উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সময়ের  মধ্যে শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে। 
কেএফ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |