ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ করোনা আক্রান্ত

আরটিভি নিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২০ , ০৫:১২ পিএম


loading/img
মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

‘গেরিলা’খ্যাত এই নির্মাতা জানান, ‘হাসপাতালে ভর্তি থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মানসিকভাবেও সুস্থ আছেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন। বিশ্রামে থেকে আপাতত চিকিৎসকের পরামর্শ মতো চলছেন।’

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। ‘একাত্তরের যীশু’ চলচ্চিত্র দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান। তার সর্বশেষ চলচ্চিত্র ‘আলফা’২০১৯ সালে মুক্তি পেয়েছে। এর আগে ‘গেরিলা’চলচ্চিত্র নির্মাণ করে দারুণ সাফল্য পান এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানারকম প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।
পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |