বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। আর সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছেন তাদের রাষ্ট্রদোহের মামলা আনতে সিনিয়র আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
আজ রোববার (০৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে তিনি এ অনুরোধ জানান।
যুবলীগের আইন বিষয়ক সম্পাদক বলেন, ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা প্রকৃত মুসলমান হতে পারে না। কারণ আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) কখনো ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেননি।
সুমন বলেন, স্বাধীনতা যুদ্ধের সময়ে ইসলামের নামে কিছু মানুষ অপপ্রচার চালিয়েছেন। সেই সময়ে বলা হয়েছিল- যারা পাকিস্তানের বিপক্ষে তারা মুসলমান নয়। এদের বংশধররাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। অথচ ‘পাকিস্তান, সৌদি আরব, ইরানে কিংবা তুরস্কে ভাস্কর্য রয়েছে। আমার কাছে মনে হচ্ছে, যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক শুরু করেছে এদের ওপর রাজাকার, আল-বদর, আল-শামস, যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা ভর করেছে। আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এই ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য আইনজীবী মো. হুমায়ুন কবির চৌধুরী ও মোহাম্মদ মশিউর রহমান, মাহফুজুর রহমান লিখন প্রমুখ।
এফএ