বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালত পরিবর্তন চেয়ে ২২ আসামির পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়েছে। সম্প্রতি হাইকোর্টে এ আবেদন করা হয়।
আজ ২১ ডিসেম্বর (সোমবার) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আসামিপক্ষের আইনজীবী হলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচার চলছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১–এ। মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে ৪০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত ৩ ডিসেম্বর আসামিপক্ষ থেকে লিখিতভাবে ওই আদালতের প্রতি অনাস্থা জানানো হয়।
এ নিয়ে মামলা পরিচালনাকারী সরকারি কৌসুলী অভিযোগ করেছেন বিচার বিলম্বিত করার জন্য আসামিপক্ষ নানাভাবে চেষ্টা করছে। তবে, আসামিপক্ষ বলছে তাদেরকে না জানিয়ে একজন সাক্ষীর পুনরায় সাক্ষ্য নেয়া হয়েছে যা আইনের পরিপন্থী।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর দিনগত রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় গত বছরের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ২১ জানুয়ারি অভিযোগপত্রটি আমলে নেন আদালত। গত ২ সেপ্টেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার অভিযোগপত্রভুক্ত ৩ আসামি পলাতক রয়েছে।
কেএফ