ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

‘ভারতের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা পৃথিবীর সবচেয়ে নিরাপদ টিকা’  

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১ , ১২:৪৬ পিএম


loading/img
ফাইল ছবি

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকা পৃথিবীর সবচেয়ে নিরাপদ টিকা বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশ সরকার যে টিকা এনেছে, সেটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ টিকা।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।  

অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, এটা প্রমাণিত পৃথিবীতে করোনার যত টিকা আবিষ্কার হয়েছে, সেগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা সবচেয়ে বেশি নিরাপদ। নির্ভয়ে এ টিকা নিতে পারেন দেশের মানুষ।  

বিজ্ঞাপন

তিনি বলেন, একজন চিকিৎসক যখন টিকা নেন, তখন তার কমিউনিটি আগ্রহী হয়। একইভাবে যখন একজন সাংবাদিক টিকা নেন, তার কমিউনিটিও আগ্রহী হয়। সব পেশার লোকজন যদি টিকা নেন, তখন তার কমিউনিটির অন্যরাও টিকা নিতে আগ্রহী হবেন।  

এক প্রশ্নের জবাবে রাষ্ট্র ও সরকার প্রধান এবং মন্ত্রিপরিষদ সদস্যদের টিকা না নেয়ার বিষয়ে তিনি বলেন, তারা জনগণের কথা চিন্তা করেই পরে টিকা নেবেন বলে আমার মনে হয়। জনগণকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিচ্ছেন। জনগণের টিকা নেয়া শেষ হলে রাষ্ট্র ও সরকার প্রধান নেবেন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |