ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

পিকে হালদারকে পালাতে সহায়তাকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

আরটিভি নিউজ

সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১ , ০২:০৫ পিএম


loading/img
পি কে হালদার

হাইকোর্ট দেশের আর্থিক খাতের শীর্ষ জালিয়াত পিকে হালদারকে (প্রশান্ত কুমার হালদার) পালাতে সহায়তাকারী ইমিগ্রেশন, পুলিশ ও দুদকের কর্মকর্তাদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত মামলায় আসামিদের জবানবন্দিতে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে দুদকের পদক্ষেপের কথা জানতে চেয়েছেন।

বিজ্ঞাপন

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ (সোমবার) এ আদেশ দেন। এ ছাড়া হাইকোর্ট পিকে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তালিকা জমা দিতে আগামী ১৫ মার্চ দিন নির্ধারণ করেছেন। 

আরও পড়ুন : যেভাবে হামলা হয় শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওপর (ভিডিও)

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি পিকে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ব্যর্থ কর্মকর্তাদের নামের তালিকা চেয়েছিলেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত কর্মরত সেসব কর্মকর্তার নাম, পরিচয়সহ ওই তালিকা ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। তাদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ তালিকা দাখিলে আগামী ১৫ মার্চ দিন ধার্য করলেন।
পি

আরও পড়ুন : মাহফিলে ওয়াজ করতে গিয়ে গণপিটুনি খেলেন নকল বক্তা  (ভিডিও)

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |