ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

চুড়িহাট্টা অগ্নিকাণ্ড: দুই বছরেও শনাক্ত হয়নি গুদাম মালিক

আরটিভি নিউজ

শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ , ০৯:৫৭ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানী পুরান ঢাকার চুড়িহাট্টায় একটি পারফিউমের ফ্যাক্টরি ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যুর ঘটনায় দায়ী কেমিক্যাল গোডাউনের মালিকদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার দুই বছর পার হলেও গোডাউন মালিকদের শনাক্ত না করার কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, চুড়িহাট্টার হাজি ওয়াহেদ ম্যানশন ভুল নাম-ঠিকানা দিয়ে ভাড়া নিয়ে কেমিক্যাল গোডাউন করা হয়েছিল। সঠিক নাম-ঠিকানা পাওয়া যায়নি বলে তদন্ত শেষ করা যায়নি। এমনকি অভিযোগপত্রও জমা দেয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এনিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে সংশয় যে, যাদের গাফিলতির জন্য এ ঘটনা ঘটেছে তাদের বিচার হবে কিনা।

চকবাজার থানার ওসি মওদুদ হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় মামলার তদন্ত কাজ চলছে। ভবনের মালিককে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু গুদাম ঘরটি যাদের ছিল তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তারা ভুল নাম-ঠিকানা দিয়ে গুদাম ঘরটি ভাড়া নিয়েছিল। এখনো তাদের সঠিক তথ্য উদ্ধার করা যায়নি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চুড়িহাট্টা এলাকায় একটি পারফিউমের ফ্যাক্টরি ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটলে এতে ৭১ জনের মৃত্যু হয়। এ ঘটনার আগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে কেমিক্যাল গোডাউনে এক অগ্নিকাণ্ডে ১২৩ জনের মৃত্যু হয়। 

এসআর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |