সারা দেশে পবিত্র শবে মিরাজ বৃহস্পতিবার রাতে (১১মার্চ) পালিত হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে মুসলমানরা মসজিদে মসজিদে মিলাদ, নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া, ওয়াজ মাহফিলের আয়োজ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
আরও পড়ুন : দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা
পবিত্র শবে মিরাজের দিন মহানবী (স.) আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। ১৩ ফেব্রুয়ারি পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয়। ১৪ ফেব্রুয়ারি রোববার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হয়। ফলে ১১ মার্চ বৃহস্পতিবার রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।
আরও পড়ুন :
- এবার মাদরাসার সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা করছে সরকার
- ছেলেকে ২৮ বছর ঘরে আটকে রাখেন মা, পড়ে গেছে সব দাঁত
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদীস ড. মাওলানা মুশতাক আহমদ।
এফএ