ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

করোনা টিকার দ্বিতীয় ডোজ কবে থেকে, জানালেন স্বাস্থ্য সচিব

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ , ০৩:১৫ পিএম


loading/img
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, আজ (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা প্রথম ডোজ দেয়া শেষ হচ্ছে। আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভা শেষে মঙ্গলবার (৬ এপ্রিল) তিনি সংবাদমাধ্যমকে এ কথা জানান।

স্বাস্থ্য সচিব বলেন, আমরা চেষ্টা করবো সব পর্যায়ের মানুষকে নিয়ে করোনাভাইরাস যাতে মোকাবিলা করতে পারি। আমাদের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা কম। টিকা নিয়ে অনেকে মাস্ক ব্যবহার করছে না। টিকা নিলেও অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যতো বেশি সচেতন হবো তত বেশি সুরক্ষিত থাকতে পারবো।

বিজ্ঞাপন

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে তা শুরু হয় ৭ ফেব্রুয়ারি। একজন ব্যক্তিকে দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে।

এমআই/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |